ATK Mohun Bagan: প্রণয়ের পর আরেক ভারতীয় তারকা মোহনবাগান ছাড়ার পথে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছাড়তে পারে প্রণয় হালদার, এই সম্ভাবনা কথার আমরা জেনেছি সকলেই। জুয়ান ফেরান্দোর কোচিংয়ে সবুজ মেরুন শিবিরে ঠিকঠাক…

Mohun Bagan camp did not get a day off after the Kolkata derby

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছাড়তে পারে প্রণয় হালদার, এই সম্ভাবনা কথার আমরা জেনেছি সকলেই। জুয়ান ফেরান্দোর কোচিংয়ে সবুজ মেরুন শিবিরে ঠিকঠাক গেম টাইম না পাওয়ার জন্যে পাকাপাকি ভাবে জামশেদপুর এফসিতে যোগ দিতে চলেছে প্রণয় হালদার।

 এই সংক্রান্ত প্রতিবেদন: East Bengal : বাগানের প্রণয় হালদার ইস্টবেঙ্গলে?

এবার এই একই রকম ঘটনা ঘটতে পারে এটিকে মোহনবাগানের ২১ বছর বয়সী উদীয়মান ভারতীয় ফুটবলার সুমিত রাঠির ক্ষেত্রেও৷ চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ইন্ডিয়ান সুপার লিগের বেশ কিছু ক্লাব সুমিত রাঠিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যে দুই – তিনটি ক্লাব সুমিত রাঠিকে দলে নেওয়ার ব‍্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তাদের মধ্যে অন‍্যতম একটি নর্থইস্ট ইউনাইটেড এফসি।

Mohun Bagan footballer Sumit Rathi

এই নর্থইস্ট ইউনাইটেড কয়েক দিন আগেই ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসিতে খেলা ফুটবলার হীরা মন্ডলকে সই করিয়েছিল। এবার তারা আগ্রহ প্রকাশ করেছে সুমিত রাঠিকে দলে নেওয়ার ব‍্যাপারে। এবার দেখার বিষয় হলো সুমিত রাঠিকে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ছাড়তে রাজি হয় কিনা। কারণ এই জুয়ান ফেরান্দোর দলে শুভাশিস বোসের ব্যাকআপ ফুটবলার হিসেবে রয়েছেন এই সুমিত রাঠি। এবার সুমিত গেম টাইম পাওয়ার উদ্দেশ্যে এবার ক্লাব বদলান কিনা ,সেটা দেখার বিষয় হতে চলেছে, কারণ কোনও ক্লাব কিন্তু তাদের রিজার্ভ বেঞ্চের শক্তি নষ্ট করতে চাইবেনা।