Mohammad Shami : শামির পর গুজরাট টাইটান্সের চিন্তা বাড়াচ্ছেন রশিদ খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) গত দুই আসরের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স (Gujarat Titans) এখন বড় সমস্যায় পড়েছে। প্রথম দলের চ্যাম্পিয়ন অধিনায়ক এবং দলকে পরপর দুটি ফাইনালে…

Rashid Khan Injury Update: চোটের জন্য শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না রশিদ খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) গত দুই আসরের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স (Gujarat Titans) এখন বড় সমস্যায় পড়েছে। প্রথম দলের চ্যাম্পিয়ন অধিনায়ক এবং দলকে পরপর দুটি ফাইনালে নিয়ে যাওয়া হার্দিক পান্ডিয়া দল ছেড়েছেন। এরপর আসন্ন সিজন থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami)। একই সঙ্গে দলের আরও এক বড় খেলোয়াড় রশিদ খানের (Rashid Khan) ফিটনেসও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের জন্য। শামির মতো রশিদও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

বিশ্বকাপের পর রশিদ খানের পিঠে অস্ত্রোপচার করা হয়। এরপর আর ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেননি তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লীগ খেলা রশিদ খান এরপর থেকে একটিও টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেননি। বর্তমানে পাকিস্তান সুপার লীগ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের যদি তাঁর ফিটনেস নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরিখে আইপিএল থেকে দূরে রাখা হতে পারে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। 

রশিদ খান ছাড়াও আফগানিস্তানের অন্য এক স্পিনার নুর আহমেদও আলোচনায় রয়েছেন। সম্প্রতি আইএলটি২০ থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। তবে ফিট থাকলে আইপিএলে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

গত মরশুমে ছিটকে গিয়েছিলেন কেন উইলিয়ামসন। মহম্মদ শামি এখন পুরো আইপিএল মরশুম থেকে ছিটকে গিয়েছেন। গুজরাট টাইটান্স এখনও বিষয়টি নিশ্চিত না করলেও সংবাদ সংস্থা পিটিআই বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এখন শামি দলের সঙ্গে নেই এবং এমন পরিস্থিতিতে দলের ফাস্ট বোলিং আক্রমণ অবশ্যই দুর্বল হয়ে পড়েছে। এবার পেস আক্রমণের দায়িত্ব আসবে উমেশ যাদব, মোহিত শর্মার মতো অভিজ্ঞ বোলারদের ওপর।