J&K: উপত্যকায় ভয়াবহ তুষারধসে আটকে বহু, মৃত্যু

ফের একবার বড় দুর্ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে (J&K)। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের গুলমার্গে (Gulmarg) ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এই তুষারধসে তিন…

ফের একবার বড় দুর্ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে (J&K)। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের গুলমার্গে (Gulmarg) ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এই তুষারধসে তিন বিদেশি আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, এই দুর্যোগে একজন মারা গেছেন, একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার গুলমার্গের আফরওয়াত পিকের খিলান রোডে দুর্ঘটনাটি ঘটে। এতে এক পর্যটক নিহত ও তিনজনকে উদ্ধার করা হলেও একজন এখনো অবধি নিখোঁজ রয়েছেন। সূত্রের খবর, আজ দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটে। এতে আটকা পড়েছেন অন্তত পাঁচ বিদেশি পর্যটক।

এদিকে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়, যার ফলে এ পর্যন্ত একজন পর্যটকের মৃত্যু হয় এবং আরও তিনজনকে উদ্ধার করা হয়। বরফের নিচে আটকে পড়া অন্তত একজন স্কিয়ারের খোঁজে উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, পর্যটকরা সবাই বিদেশি।

প্রসঙ্গত, আজকাল শ্রীনগরে প্রচণ্ড তুষারপাত হয়, যার জেরে তুষারধসের ঘটনা বেড়ে গিয়েছে। সম্প্রতি, জম্মু ও কাশ্মীরের সোনমার্গ এলাকায় একটি তুষারধসে সিন্ধু নদী অবরুদ্ধ হয়ে পড়ে, যার কারণে জলাধারের গতিপথ পরিবর্তন হয়েছে এবং রাস্তায় জল প্রবাহিত হতে শুরু করেছে। এ কারণে মানুষকে নানা সমস্যায় পড়তে হয়েছে।