HomeSports NewsWorld Cup 2023: বিশ্বকাপ থেকে ছিটকে গেল আরও একটা দল

World Cup 2023: বিশ্বকাপ থেকে ছিটকে গেল আরও একটা দল

ওয়ানডে বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের (Afghanistan) মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা (South Africa) ৫ উইকেটে জয়ী হয়। এই ম্যাচে পরাজয়ের ফলে আফগানিস্তান বিশ্ব ২০২৩ (World Cup 2023) থেকে ছিটকে গেল। ৯ ম্যাচে এটি দক্ষিণ আফ্রিকার সপ্তম জয়। অন্যদিকে ৯ ম্যাচে পঞ্চম হারের রেকর্ড গড়ল আফগানিস্তান।

   

৪৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে আফগানিস্তানের ২৪৫ রানের লক্ষ্য পূরণ করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করতে নেমে ভ্যান ডার ডুসেন অপরাজিত ৭৬ রান করেন। তার ইনিংসের সময় ডুসেন ৬ টি চার এবং একটি ওভার বাউন্ডারি মেরেছিলেন। এছাড়া কুইন্টন ডি কক ৪১ ও আন্দিলে ফেলুকওয়ায়ো অপরাজিত ৩৯ রান করেন। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন রশিদ খান ও মোহাম্মদ নবি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগান দল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান দল নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৪ রান করে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২৪৫ রানের টার্গেট দিয়েছিল।

আফগানিস্তানের হয়ে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আজমতউল্লাহ। এবারের বিশ্বকাপে আজমতউল্লাহর এটি তৃতীয় হাফ সেঞ্চুরি। এছাড়া রহমত শাহ ২৬, নূর আহমেদ ২৬ ও গুরবাজ ২৫ রান করেন।

Latest News