Afghanistan: বদলে গেল সিদ্ধান্ত, বাধাহীনভাবে আইপিএল খেলবেন তিন ক্রিকেটার

আফগানিস্তান (Afghanistan) ক্রিকেট দল থেকে আসছে বড় খবর। সম্প্রতি মুজিব রহমান, ফজল হক ফারুকি ও নবীন-উল-হকের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ড…

Afghanistan Cricket Board

আফগানিস্তান (Afghanistan) ক্রিকেট দল থেকে আসছে বড় খবর। সম্প্রতি মুজিব রহমান, ফজল হক ফারুকি ও নবীন-উল-হকের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ড মনে করেছিল যে এই খেলোয়াড়রা বেশিরভাগ দেশের চেয়ে ক্লাব ক্রিকেটে বেশি মনোযোগ করছিলেন। সোজা কথায় বলতে গেলে, বোর্ডের অভিযোগ ছিল নিজের দেশের চেয়ে অন্যান্য দেশের লিগে অর্থের দিকে বেশি মনোনিবেশ করতেন অভিযুক্ত তিন ক্রিকেটের। খেলোয়াড়দের এই মনোভাবের কারণে তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, অন্যান্য লীগে অংশগ্রহণের জন্য এনওসি দিতেও অস্বীকৃতি জানানো হয় বোর্ডের পক্ষ থেকে।

বোর্ড এখন পরিবর্তন করে তার নিয়ম সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এই খেলোয়াড়দের আবার কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, তবে তারা তাদের জাতীয় দায়িত্ব এবং এসিবির স্বার্থের কথা মাথায় রাখবে। এ ছাড়া নতুন নিয়মে তারা এখন ফ্র্যাঞ্চাইজি লিগেও অংশ নিতে পারবেন। বোর্ডের এই সিদ্ধান্তের পর এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে এই তিন খেলোয়াড় আইপিএলে মাঠে নামার জন্য প্রস্তুত।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Cricbuzz (@cricbuzzofficial)

সম্প্রতি শেষ হওয়া আইপিএল ২০২৪ নিলামে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন মুজিবুর রহমান। এছাড়া লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন ফাস্ট বোলার নবীন-উল-হক। এই দুই খেলোয়াড় ছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সদস্য ফজলহাক ফারুকি। আগামী সিজনের জন্য ফারুকীকে ধরে রেখেছে এসআরএইচের দল।