AFC Cup: মোহনবাগানের প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষ মাচিন্দ্রা কোচ

আগামী ১৬ আগস্ট এএফসি কাপে (AFC Cup) মাচিন্দ্রা এফসির (Machindra FC) মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস।

Machhindra FC Coach Kishore Kumar

আগামী ১৬ আগস্ট এএফসি কাপে (AFC Cup) মাচিন্দ্রা এফসির (Machhindra FC) মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এখন সেই ম্যাচের দিকেই নজর সকল সবুজ-মেরুন সমর্থকদের। তাই গতকাল ডার্বি হারার পর আজ থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান দল।

অন্যদিকে আজ, রবিবার বিকেলেই শহরে এসে উপস্থিত হয়েছে মাচিন্দ্রা ফুটবল দল। গত ম্যাচে নেপালের পারো এফসিকে হারিয়ে এএফসি কাপের দ্বিতীয় প্রিলিমিনারি কোয়ালিফায়ার রাউন্ডের সাফল্য অর্জন করেছে মাচিন্দ্রা। এবার মোহনবাগান দলকে হারিয়ে সাফল্য পাওয়াই এখন একমাত্র লক্ষ্য তাদের। একই ভাবনা মোহনবাগানের। তবে আসন্ন এই ম্যাচ খুব একটা যে সহজ হবে না সবুজ-মেরুনের জন্য তা ভালোই বুঝতে পারছেন হুয়ান ফেরেন্দো।

   

গত ৮ আগস্ট নেপালের আরেকটি দল পারো এফসিকে হারিয়ে এই রাউন্ডে এসেছে মাচিন্দ্রা। দুই দলের মধ্যে প্রবল লড়াই হলেও শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় লাভ করেছে মাচিন্দ্রা। তিন বিদেশি সমৃদ্ধ সেই দল নিয়েই এবার কলকাতায় উড়ে এসেছে নেপালের এই দল। পাশাপাশি নেপালের জাতীয় দলের বেশকিছু ফুটবলার রয়েছেন এই দলে। তাই লড়াই যে শেয়ানে শেয়ানে হবে তা কিন্তু বলাই চলে।

তবে শক্ত হাতে গোটা পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত মোহনবাগান। শুভাশিস, লিস্টন থেকে শুরু করে মনবীর-আশিষদের মতো দেশিয় ফুটবলারদের পাশাপাশি দিমিত্রি, বুমোস সহ সাদিকু ও কামিন্সের মতো ফুটবলার ও রয়েছেন এবারের দলে। সুযোগ বুঝে তাদের মাঠে নামিয়ে চমক দেওয়াই অন্যতম লক্ষ্য বাগান কোচ হুয়ান ফেরেন্দোর। তবে গতকাল ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে ডার্বি হারার দরুণ কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। বর্তমানে সেখান থেকে পুরোনো ছন্দে ফিরে আসাই একমাত্র উদ্দেশ্য ময়দানের এই প্রধানের। তবে মাচিন্দ্রা এফসিকে যে হাল্কাভাবে নেওয়া যাবে না তা ভালোই বুঝতে পারছেন বাগান কোচ।

অন্যদিকে আজ শহরে এসেই বাগান শিবির নিয়ে যথেষ্ট প্রশংসা করেন মাচিন্দ্রা কোচ কিশোর কুমার। তিনি বলেন, “মোহনবাগান দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব গুলির মধ্যে একটি। বহু রেকর্ড ও বহু সাফল্য রয়েছে তাদের ঝুলিতে। এরকম দলের সাথে খেলতে পারাটা যথেষ্ট আনন্দদায়ক।”

এছাড়াও গতকালের ডার্বি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুই দলের মধ্যেই ব্যাপক লড়াই হয়েছে। তবে শেষ পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গল এক গোলে এগিয়ে যায়। সেখান থেকেই ম্যাচ জিতেছে। তবে মোহনবাগান যথেষ্ট লড়াই করেছে। তবে শেষ পর্যন্ত তিনি বলেন, আগামী ১৬ তারিখের এএফসি কাপের ম্যাচে তাদের বিরুদ্ধে জয় পাওয়া খুব একটা সহজ হবেনা মোহনবাগান সুপারজায়ান্টস দলের।