AFC Cup: মোহনবাগানের বিরুদ্ধে খেলতে শহরে মাচিন্দ্রা দল, কবে রয়েছে ম্যাচ?

গত মরশুমে চূড়ান্ত সাফল্য পাওয়ার পর এবারের ডুরান্ড কাপেও যথেষ্ট ভালো শুরু করেছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান (Mohun Bagan)। গত ৩ আগস্ট বাংলাদেশ সেনা দলের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন।

machhindra fc

গত মরশুমে চূড়ান্ত সাফল্য পাওয়ার পর এবারের ডুরান্ড কাপেও যথেষ্ট ভালো শুরু করেছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান (Mohun Bagan)। গত ৩ আগস্ট বাংলাদেশ সেনা দলের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন। নির্ধারিত সময়ের শেষে ৫-০ গোলে সেই ম্যাচ জিতেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। তারপর দ্বিতীয় ম্যাচে গতবারের আইলিগ জয়ী দল পাঞ্জাব এফসিকে ও ধরাশায়ী করে ছিল হুগো বুমোস ও দিমিত্রি পেট্রাতোসরা।

সেই পারফরম্যান্স ধরে রাখার পরিকল্পনা নিয়েই গতকাল ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গল দলের মুখোমুখি হয়েছিল শক্তিশালী মোহনবাগান। শুরুটা যথেষ্ট ভালো হলেও সময়ের সাথে সাথে ম্যাচের রাশ নিজেদের হাতে টানতে থাকে লাল-হলুদ শিবির। পরবর্তীতে ১-০ ব্যবধান বজায় রেখেই সেই ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল দল। যা দেখে রীতিমতো হতবাক মোহনবাগান সমর্থকরা।

   

সর্বশক্তি নিয়ে লাল-হলুদের বিরুদ্ধে লড়াই করলেও শেষ পর্যন্ত পরাজিত হওয়ার দরুণ ব্যাপক হতাশা দেখা দেয় সমর্থকদের মধ্যে। তবে এখন সেই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ বাগান কোচ হুয়ান ফেরেন্দো। আগামী ১৬ আগস্ট এএফসি কাপে মাচিন্দ্রা এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। এখন সেই ম্যাচের দিকেই গুরুত্ব দিতে চান শুভাশিস-লিস্টনরা। সেজন্য আজ বিকেলেই শহরে এসে পৌঁছল এই মাচিন্দ্রা দল। বর্তমানে এএফসি কাপের দ্বিতীয় প্রিলিমিনারি কোয়ালিফায়ার রাউন্ডে সাফল্য পাওয়াই এখন একমাত্র লক্ষ্য দুই দলের।তবে আসন্ন এই ম্যাচ খুব একটা যে সহজ হবে না সবুজ-মেরুনের জন্য তা ভালোই বুঝতে পারছেন হুয়ান ফেরেন্দো।

গত ৮ই আগস্ট নেপালের আরেকটি দল পারো এফসিকে হারিয়ে এই রাউন্ডে এসেছে মাচিন্দ্রা। দুই দলের মধ্যে প্রবল লড়াই হলেও শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় লাভ করেছে মাচিন্দ্রা। তিন বিদেশি সমৃদ্ধ সেই দল নিয়েই এবার কলকাতায় উড়ে এসেছে নেপালের এই দল। মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে এবার কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত এই ফুটবল দলটি।

আজ শহরে পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাচিন্দ্রা কোচ বলেন, আমরা এখানে জেতার জন্য এসেছি। আমাদের দলের ছেলেরা যথেষ্ট অনুশীলন করেছে। তাদের সকলেই আসন্ন ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। তবে মোহনবাগান দলের বিপক্ষে আমাদের বেশকিছু পরিকল্পনা রয়েছে। যা সহজেই ম্যাচের রং বদলে দিতে পারে। এছাড়াও পারো ম্যাচের প্রসঙ্গে জিগ্যেস করলে তিনি বলেন, পারো এফসিকে হারিয়ে আমাদের ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আগামী ম্যাচে তার প্রভাব পড়তে পারে।