AFC Champions League : ইস্টবেঙ্গলে খেলা ফুটবলাররা খেললেন মেসির প্রাক্তন সতীর্থর বিরুদ্ধে

শুক্রবার এএফসি চ্যাম্পিয়নস লিগের (AFC Champions League) ম্যাচে নেমেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। সৌদির ক্লাব আল শাবাবের বিরুদ্ধে হয়েছে একপেশে ম্যাচ। ভারতীয় ক্লাবের…

শুক্রবার এএফসি চ্যাম্পিয়নস লিগের (AFC Champions League) ম্যাচে নেমেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। সৌদির ক্লাব আল শাবাবের বিরুদ্ধে হয়েছে একপেশে ম্যাচ। ভারতীয় ক্লাবের বিরুদ্ধে ম্যাচের স্কোরলাইন ০-৩। এ’দিনের গুরুত্বপূর্ণ খেলায় ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন দুই ফুটবলার।

আল শাবাবের অন্যতম ফুটবলার এভার বানেগা। বিশ্বফুটবলের পরিচিত এই ফুটবলার বহু ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার জাতীয় দলে। লিওনেল মেসির সতীর্থ ছিলেন তিনি। মুম্বাইয়ের বিরুদ্ধে করেছেন দু’টি গোল। একটি গোল পেনাল্টি থেকে।

   

এভার বানেগা আর্জেন্টিনার হয়ে ২০০৮ অলিম্পিক গেমসে জিতেছিলেন সোনার পদক। এছাড়াও কোপা আমেরিকায় রানার্স আপ হয়েছিলেন। আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলে ৬৫ ম্যাচ খেলে করেছিলেন ছয়টি গোল। ক্লাব ফুটবলে খেলেছেন স্পেনের নামকরা একাধিক ক্লাবে। ইন্টার মিলানে ছিলেন ২০১৬-১৭ মরশুমে।

সৌদির হাইপ্রোফাইল দলের বিরুদ্ধে মাঠে ছিলেন রাহুল ভেকে, মেহতাব সিং। অতীতে দু’জনেই খেলেছেন ইস্টবেঙ্গলের জার্সিতে। ২০১৫-১৭ মরশুমে লাল হলুদ জার্সিতে ৩৬ টি ম্যাচ খেলেছিলেন রাহুল। করেছিলেন ৪টি গোল। ইস্টবেঙ্গলে মেহতাব ছিলেন ২০১৬-২০ মরশুমে। ১৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।