ডার্বি হারের যন্ত্রনা ভুলে এবার এএফসি কাপের (AFC Champions League) প্রিলিমিনারি ম্যাচ খেলতে নেপালের মাচিন্দ্রা এফসির মুখোমুখি হতে চলেছে হুয়ান ফেরেন্দোর মোহনবাগান সুপারজায়ান্টস। আজ সন্ধ্যা সাতটা নাগাদ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই পক্ষ। বর্তমানে সেদিকেই এখন নজর আপামর সমর্থকদের। গত ম্যাচে মাঠে থাকলেও খুব একটা সক্রিয় ভূমিকা পালন করতে পারেননি অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লিগ খেলা তারকা ফুটবলার আর্মান্দো সাদিকু।
এছাড়াও বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেট্রতোসরা মাঠে থাকলেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি গোটা ম্যাচে। যা দেখে হতাশ হতে হয়েছে দলের সমর্থকদের। তবে সেই ব্যর্থতা ভুলে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বুমোস-কামিন্সরা। আজ এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে প্রতিবেশী দেশ নেপালের মাচিন্দ্রা এফসির মুখোমুখি হবে কলকাতার এই প্রধান। নেপালের জাতীয় দলের প্রায় দশজন ফুটবলার খেলেন এই দলে। তাই লড়াই যে খুব একটা সহজ হবে না, তিনি কিন্তু বলাই চলে।
তবে খাতায় কলমের নিরিখে প্রতিপক্ষ দলের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। গত মরশুমে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এই দল। পাশাপাশি নয়া মরশুমে নিজেদের দলের শক্তি বাড়াতে দক্ষ ফরোয়ার্ডের সংখ্যা ও বাড়ানো হয়েছে তাদের তরফে। যাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার সেন্ট্রালকোস্ট মেরিনার্স থেকে আসা জেসন কামিন্স ও ইউরোপা লিগের পরিচিত মুখ আর্মান্দো সাদিকু।
পাশাপাশি দেশিয় ফুটবলারদের মধ্যে রয়েছেন সাহাল আবদুল সামাদ থেকে শুরু করে আনোয়ার আলি ও অনিরুদ্ধ থাপার মতো ফুটবলার। যা নিঃসন্দেহে ভয়াবহ চেহারা নিতে পারে যেকোনো সময়ে। অপরদিকে খুব একটা পিছিয়ে নেই নেপালের এই ফুটবল দল। শেষ ম্যাচে দেশের আরেক শক্তিশালী দল পারো এফসিকে ৩-২ গোলে হারিয়ে এই রাউন্ডে স্থান করে নিয়েছে মাচিন্দ্রা। এক কথায় বলতে গেলে দুরন্ত ছন্দে রয়েছে নেপালের এই ফুটবল দল। তাই যেকোনো সময় অঘটন ঘটিয়ে দিতে পারে কিশোর কুমারের ছেলেরা।
তাছাড়া চোট আঘাতের দিক থেকে দেখতে গেলে খুব একটা সমস্যা নেই কোনো দলের। তাই আজ যে নিজেদের পূর্ন শক্তি নিয়েই লড়াই করবে দুইপক্ষ তা কিন্তু বলাই চলে। বিশেষ সবুজ-মেরুন শিবিরের লক্ষ্য থাকবে জেসন কামিন্সকে ছন্দে ফিরিয়ে আনা। অন্যদিকে নেপালের এই দলের লক্ষ্য থাকবে ফুটবলারদের বোঝাপড়া ও ছন্দ বজায় রেখে ম্যাচের জয় ছিনিয়ে নেওয়া। তবে মুখোমুখি হিসেবে দেখলে, এখনো পর্যন্ত কোনোদিন এর আগে মুখোমুখি হয়নি দুইপক্ষ। তাই বলতে গেলে আজ এক অজানা দলের অজানা লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে সকলে।