এফসি এশিয়া কাপে (AFC Asian Cup) যোগ্যতা পর্বের খেলায় আজ মরণ-বাঁচন ম্যাচে হংকং এর মুখোমুখি হচ্ছে ইগর স্টিমাচের ভারতীয় দল। এশিয়ান কাপ এর মূল পর্বে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। তাই সকলেই টেনশনে রয়েছে। সকলেই সুনীল ছেত্রীদের দিকে তাকিয়ে রয়েছেন। তবে প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় মনে করেন, সুনীলরা যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারে তাহলে না জেতার কোনও কারণ নেই।
কে জিতবে এই ম্যাচ? এ বিষয়ে প্রশ্ন করা হলে অলোক বলেন,‘যেভাবে সুনীলরা খেলছে, এই মনোবল নিয়ে খেলতে পারলে আজকের ম্যাচ ভারত জিতবে। রক্ষণ সঙ্গবদ্ধ করতে হবে। পাশাপাশি সুনীলকে সঙ্গ দিতে হবে। গত দুটো ম্যাচে সুনীল একাই জিতিয়েছে। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে ভারতকে টেনে আসছেন সুনীল। সুনীলের জায়গায় কোন ফুটবলারকে দায়িত্ব নিতে হবে।
একইসঙ্গে অলোকবাবু বলেন, ২০০৪ সালে সাফ গেমসে সুনীলকে নিয়েছিলাম। পাতিয়ালায় ক্যাম্প করে আমরা ইসলামাবাদে গিয়েছিলাম। তখন থেকেই সুনীলকে দেখছি ও কতটা ভারতীয় দলের জন্য দায়বদ্ধ সেটা সবাই জানে । তবে শুধু সুনীল নয় হংকং ম্যাচ জিততে গেলে সকলকেই ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে।সবকিছু ভুলে লড়াই করতে হবে। ঘরের মাঠে সমর্থকদের সঙ্গে খেলবে। বাড়তি জোর পাবে স্টিমাচের দল।তাই ভারতীয়রা আজ জিতবে বলে মনে করছি। বিশেষ করে আমরা সকলেই সুনীলদের দিকে তাকিয়ে রয়েছি।আশাকরি ব্যর্থ হবে না।