National Herald corruption case: রাহুলকে জেরায় সন্তুষ্ট নয় ইডি, চাপা উদ্বেগে কংগ্রেস

ন্যাশনাল হেরাল্ড মামলায় ( National Herald corruption case).সোমবার টানা ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দ্বিতীয় দিন ফের ইডির জেরার মুখোমুখি রাহুল গান্ধী। আর দফতরের সামনে কংগ্রেস…

ন্যাশনাল হেরাল্ড মামলায় ( National Herald corruption case).সোমবার টানা ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দ্বিতীয় দিন ফের ইডির জেরার মুখোমুখি রাহুল গান্ধী। আর দফতরের সামনে কংগ্রেস নেতা কর্মীদের অবস্থান শুরু। যদিও এই মামলায় সোনিয়া গান্ধী অসুস্থতার কারণে গরহাজির। তিনি করোনা আক্রান্ত বলে জানিয়েছে কংগ্রেস।

মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেওয়ার আগে কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে ২৪ নম্বর আকবর রোডের দলীয় কার্যালয়ে উপস্থিত হন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন কে সি ভেনুগোপাল।

সোমবার ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে টানা ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু ইডি রাহুল গান্ধীর উত্তরে সন্তুষ্ট না হওয়ার কারণে ফের মঙ্গলবার তলব করে।

মঙ্গলবার যাতে কোনও বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য সকাল থেকেই ১৪৪ ধারা জারি রাখা হয়। কংগ্রেস সদর দফতরের বাইরে পুলিশ এবং বিপুল সংখ্যায় নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। তবুও ফের বিক্ষোভে নামে কংগ্রেস সমর্থকরা। পুলিশের সঙ্গে ধরপাকড় শুরু হয়। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সহ কয়েকজনকে গ্রেফতার করেছো পুলিশ।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন,আমরা জানি ১৪৪ ধারা করতে হলে কী করতে হয়। কিন্তু কংগ্রেস সদর দফতরে যেতে বাধা দেওয়া হবে কেন? দেশের পরিস্থিতি ভীষণ গম্ভীর।

কংগ্রেস নেতৃত্বদের মধ্যে চাপা উত্তেজনা ছড়াচ্ছে।