হাতে মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2023) দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উজবেকিস্তান। এই মুহূর্তে দাঁড়িয়ে ফিফা তালিকার ৬৮ নম্বর স্থানে রয়েছে উজবেকিস্তান। অন্যদিকে ১০২ নম্বর রয়েছে ভারত। তাদের বিপক্ষে লড়াই করে জয় ছিনিয়ে আনা যথেষ্ট কঠিন।
তবুও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান ভারতীয় দলের প্রত্যেকে। গত ম্যাচে ফিফা তালিকার ২৫ নম্বরে থাকা দলকে প্রথমার্ধের শেষ পর্যন্ত আটকে রেখেছিল ব্লু টাইগার্সরা। কিন্তু শেষ পর্যন্ত আর পয়েন্ট ঘরে তোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে এবার এই লড়াই থেকেই ঘুরে দাঁড়াতে চাইবে ভারত।
নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ড্র করেছিল উজবেকিস্তান। তাই ভারত ম্যাচ থেকেই ছন্দে ফেরার লক্ষ্য থাকবে তাদের। অপরদিকে এই ম্যাচ থেকেই খাতা খুলতে চাইবে ব্লু টাইগার্সরা। তবে কাজটা মোটেও সহজ নয়। কিন্তু সীমিত শক্তি দিয়েই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান সকলে। বলতে গেলে যে কোন মূল্যে জয় চান স্টিমাচের ছেলেরা।
তবে চোট আঘাতের সমস্যায় কার্যত জেরবার ভারতীয় ব্রিগেড। চোট কাটিয়ে এখনো স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি দাপুটে ফুটবলার সাহাল আব্দুল সামাদ। এছাড়াও সমস্যা রয়েছে আকাশ মিশ্রার। গত কয়েকদিন আগেই অনুশীলন করতে গিয়ে দেখা দিয়েছিল সমস্যা।
এছাড়াও শেষ অনুশীলনে দেখা যায়নি ভারতীয় দলের দুই তারকা তথা গোলরক্ষক অমরিন্দর সিং ও আক্রমণভাগের দাপুটে ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতে। যারফলে, এবারের এই উজবেকিস্তান ম্যাচে হয়ত মাঠে পাওয়া যাবেনা এই দুই ফুটবলারদের।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
