AFC Asian Cup 2023:উজবেকিস্তানের কাছে পরাজয় ভারতের, অনিশ্চিত নক আউট

India lost to Uzbekistan

গত কয়েকদিন আগেই এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2023) প্রথম ম্যাচে শক্তিশালী ফুটবল দল অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ভারত‌। আজ ও বজায় থাকলো সেই একই ধারা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ আরেক শক্তিশালী ফুটবল দল উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল সুনীলরা।

লড়াকু পারফরম্যান্স করেও শেষ রক্ষা হলো না। ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হলো স্টিমাচের ছেলেদের‌।‌ যা নিয়ে হতাশ দেশের ফুটবলপ্রেমী মানুষেরা। সেইসাথে আজকের এই পরাজয়ের দরুন এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে নক আউটে ওঠার রাস্তা অনেকটাই আবছা হয়ে গেল ব্লু টাইগার্সদের। বলতে গেলে টানা দুই ম্যাচ পরাজিত হয়ে এ টুর্নামেন্টের অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে দল।

   

—-
এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন