Super Cup 2023: আইলিগের দলের কাছে হার কেরালার, বড় অঘটন সুপার কাপে

Kerala Blasters vs Sreenidi Deccan FC in Super Cup

এবার বড়সড় অঘটন সুপার কাপে (Super Cup 2023)। আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে আইলিগের শ্রীনিধির (Sreenidi Deccan FC) মুখোমুখি হয়েছিল আদ্রিয়ান লুনার কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। নির্ধারিত সময়ের নিরিখে অদ্ভুতভাবে ২-০ গোলে তাদের কাছে পরাজিত হয় আইএসএলের শক্তিশালী এই ফুটবল ক্লাব। দলের হয়ে গোল করেন রিলোয়ান হাসান ও কাস্তানেডা। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বেঙ্গালুরু এফসি কে আটকে দিয়েছিল শ্রীনিধি। এবার মরশুমের প্রথম জয় তুলে নিল আইলিগের এই ক্লাব।

অন্যদিকে সুপার কাপের প্রথম ম্যাচে আইলিগের বিজয়ী দল রাউন্ডগ্লাস পাঞ্জাব কে বড় ব্যবধানে হারিয়েছিল কেরালা। যারফলে, আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল দলের সকলে। তবে সকলকে অবাক করে দিয়ে ম্যাচের ১৭ মিনিটের মাথায় কেরলের গোলে বল ঠেলে দেন প্রতিপক্ষের রিলোয়ান হাসান। এরফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় শ্রীনিধি।

   

তবে সেখানেই থেমে থাকেনি তারা। বারংবার আক্রমণ শানাতে শানাতে ম্যাচের ৪২ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন শ্রীনিধির অধিনায়ক কাস্তানেডা। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে যায় আইলিগের এই লড়াকু দল। দ্বিতীয়ার্ধে একাধিকবার কেরালার তরফ থেকে আক্রমণ তৈরি করা হলেও গোলের মুখ খুলতে ব্যর্থ থাকে দলের ফুটবলাররা। তাই নির্ধারিত সময়ের শেষে সেই দুই গোলেই ম্যাচ জিতে নেয় শ্রীনিধি ডেকান।

আগামী ১৬ এপ্রিল বেঙ্গালুরু এফসির সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ খেলবে কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে শ্রীনিধি খেলবে আইলিগ বিজয়ী দল রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিপক্ষে। উল্লেখ্য, এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগের নক আউটে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছিল কেরালা বনাম বেঙ্গালুরু ম্যাচের শেষের দিকে। রেফারির বিতর্কিত সিদ্ধান্ত থেকে সুনীল ছেত্রীর গোল। কিছুতেই এসব মেনে নিতে পারেননি কেরল কোচ ইভান ভুকোমানোভিচ।

যারফলে একটা সময় দল তুলে নেয় কেরালা। শেষ পর্যন্ত আধ ঘন্টা অপেক্ষা করে বেঙ্গালুরু কে বিজয়ী ঘোষণা করেন রেফারি ক্রিস্টাল জন। এই সিদ্ধান্তের জেরে শাস্তি ও পেতে হয় কেরালা দল কে। বাদ জাননি দলের কোচ। এতো কিছুর পরে আসন্ন ম্যাচে আদৌ কতটা ধৈর্য রাখতে পারেন কেরল ফুটবলাররা, এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন