Payel Ghosh: সামিকে বিয়ে করতে চাই বললেন পায়েল ঘোষ

ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ। শ্রীলঙ্কা ম্যাচের পর তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। তবে তিনি সামিকে “ইংরাজি” শেখার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

Advertisements

অভিনেত্রী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি সামিকে বিশ্বকাপের ফাইনালে ভালো খেলে দেশের হিরো হওয়ার পরামর্শ দিয়েছেন। এশিয়া কাপে সুযোগ পাননি, অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করেছেন। এবার বিশ্বকাপে বিধ্বংসী মেজাজে রয়েছেন সামি।

   

Mohammed Shami

Advertisements

অভিনেত্রী পায়েল ঘোষ রাজনীতিক। অতীতে একবার বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে “মি টু” অভিযোগও এনেছিলেন এই বাঙালি অভিনেত্রী। সেই নায়িকারই এবার মন মজেছে শামিতে। অন্যদিকে জানা যাচ্ছে, স্ত্রী হাসিন জাহানের সঙ্গে এখনও বিচ্ছেদ মামলা চলছে শামির।

প্রসঙ্গত, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটা ছবি করে ফেলেছেন এই বঙ্গকন্যা। পায়েল ঘোষের ছবির তালিকায় ‘মিস্টার রাস্কেলস’, ‘উসারাভেল্লি’, ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’র মতো একাধিক নাম রয়েছে।