Other World: মানুষ বাঁচবে এমন দুটি গ্রহ নিয়ে আলোড়ন, ৪০টা পৃথিবী ঢুকে যাবে

পৃথিবী ছাড়া আর কোন কোন গ্রহে মানুষ বসবাস করতে পারবে বা বেঁচে থাকতে পারবে, এই বিষয়ে গবেষণা করেন বিজ্ঞানীরা। গবেষণায় যা দেখা গেল তা শুনে…

পৃথিবী ছাড়া আর কোন কোন গ্রহে মানুষ বসবাস করতে পারবে বা বেঁচে থাকতে পারবে, এই বিষয়ে গবেষণা করেন বিজ্ঞানীরা। গবেষণায় যা দেখা গেল তা শুনে অবেক হতে পারেন আপনিও। আমরা জানি পৃথিবী হচ্ছে এমন একটি গ্রহ যেখানে মানুষ বা প্রাণী বেঁচে থাকার জন্য উপযুক্ত উপাদান রয়েছে। এখনও পর্যন্ত পৃথিবীতে কেবল প্রাণের সন্ধান মিলেছে। অন্য কোন গ্রহে কোন প্রাণের সন্ধান পাওয়া যায়নি। পৃথিবীতে মানুষ বসবাসের পাশাপাশি গড়ে তুলেছেন নানা সংস্কৃতি ও সভ্যতা। তবে সম্প্রতি বিজ্ঞানীরা একটা দীর্ঘ গবেষণা চালাচ্ছেন নতুন কোন তথ্য খুঁজে বের করতে। বিজ্ঞানীরা পৃথিবী ছাড়াও অন্য কোন গ্রহে প্রাণের কোন সন্ধান রয়েছে কিনা তা নিয়ে গবেষণা করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। তারা ভাবছেন যদি অন্য কোন গ্রহে জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত পরিবেশ থাকে বা পরিবেশ তৈরি করে নেওয়া যায় তাহলে সেখানে মানব সভ্যতা স্থাপনের বিষয়টিও তারা ভেবে দেখেছেন।

অনেক খোঁজাখুঁজি ও গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দুটো এক্সো প্ল্যানেট আবিষ্কার করেন। তাদের দাবি হচ্ছে এই দুটি এক্সো প্ল্যানেটে মানুষের বেঁচে থাকার অনেক সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীদের ভাষায় এক্সো প্ল্যানেট শব্দটির আলাদা একতা সংজ্ঞা আছে। এক্সো প্ল্যানেট শব্দটা আসলে এমন কিছু গ্রহের ক্ষেত্রেই কেবল ব্যবহার করা হয় যে গ্রহগুলো আমাদের সৌরজগতের থেকে অনেক দূরে অবস্থিত। অর্থাৎ এগুলো সৌরজগতের বাইরে অবস্থিত এবং অন্য কোন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে।

যে দুটি গ্রহ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সেগুলো মূলত আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছে। বিভিন্ন সূত্রে জানা যায় যে এই গ্রহ দুটি আমাদের থেকে প্রায় ১০০ আলোকবর্ষ দূরে রয়েছে। এই গ্রহ দুটি আবিষ্কারের পিছনে যিনি নেতৃত্ব দিয়েছেন, যানা যায় তিনি হলেন জ্যোতির্পদার্থবিজ্ঞানী লেটিশিয়া ডেলরেজ। সারা বিশ্বে বিভিন্ন বিজ্ঞানীদের সমন্বয়ে তার একটি গবেষণা দল করে ওঠে আর তিনি এই দলের নেতৃত্ব দিয়ে যান।

এই গ্রহগুলির একটির নাম LP 890-9b । এই গ্রহটিকে ট্র্যান্সিটিং এক্সো-প্ল্যানেট সার্ফেস স্যাটেলাইটের সাহায্যে আবিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি অন্য আরেকটি গ্রহকে প্রথম গ্রহটির সাহায্যেই আবিষ্কার করা হয়েছে। দ্বিতীয় গ্রহের নাম LP 890-9c । জানা গেছে এই আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা উন্নতমানের টেলিস্কোপ Speculoos ব্যবহার করেছিল। গবেষণায় পাওয়া তথ্য থেকে বেজ্ঞানীরা জানায় পৃথিবীর তুলনায় প্রায় ৪০ গুণ বড় দ্বিতীয় এই গ্রহটি। প্রথম গ্রহটিও পৃথিবীর চেয়ে প্রায় তিন গুণ বড়। এই গ্রহগুলি যে নক্ষত্রের চারপাশে ঘুরছে সেই নক্ষত্রের তাপমাত্রা সূর্যের তাপমাত্রার অর্ধেক। তাই LP 890-9b এবং তার নিকটবর্তী গ্রহ হিসাবে LP 890-9c-তে প্রাণের সম্ভাবনা থাকতে পারে বলেই ধারনা করছেন বিজ্ঞানীরা।

মানুষ যদি চায় তাহলে সেখানে বায়ুমন্ডল গড়ে তোলাও সম্ভব। নাসার Artemis-1 মিশনও এই একই কাজ নিয়ে এগোচ্ছে। যদিও প্রথমে ফুয়েল লিকের কারণে তাদের মিশন স্থগিত করা হয়েছিল। কিন্তু তার পরবর্তী যাত্রার তারিখ নির্ধারণ করে ফেলেছে ইতিমধ্যেই। ২৩ শে সেপ্টেম্বর তারা আবার নতুন করে যাত্রা শুরু করবে বলে জানা যায়। তবে অন্য কোন মানুষ বেঁচে থাকতে পারবে কিনা তা বাস্তবায়ন হওয়া ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। মানুষের বেঁচে থাকার জন্য যে সব গ্রহে সবার আগে পৃথিবীর মতন একই রকম বায়ুমন্ডলের প্রয়োজন হবে।