‘নবরস’এর প্রধান মুখ কিং খান, বিশ্বকাপ ক্যাম্পেন ভিডিওতে আর কারা?

বছরের শুরুর দিকে শুরু হতে চলেছে এক দিনের আন্তর্জাতিক বিশ্বকাপ। এর আগেই আইসিসির সাথে “ইট টেকস ওয়ান ডে” নামক এক ক্যাম্পেনে যোগ দিল বিসিসিআই। ক্যাম্পেনের মূল…

বছরের শুরুর দিকে শুরু হতে চলেছে এক দিনের আন্তর্জাতিক বিশ্বকাপ। এর আগেই আইসিসির সাথে “ইট টেকস ওয়ান ডে” নামক এক ক্যাম্পেনে যোগ দিল বিসিসিআই। ক্যাম্পেনের মূল বক্তব্য “নবরস”, যার অর্থ নয় ভাব- বিশ্বকাপ চলাকালীন ভক্তদের মধ্যে মনে কেমন ভাব সাধারণত জাগে তাই তুলে ধরা হবে এই প্রচারে।

সেই প্রচারের ভিডিওতেই দেখা যায় ভারতের বলিউড সুপিরস্টার শাহরুখ খানকে। পাশাপাশি দেখা যায় বিখ্যাত ক্রিকেটার জেপি ডুমিনি, শুভমান গিল, দীনেশ কার্তিক, বর্তমান বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান, মুত্তিয়া মুরালিধরন, জন্টি রোডস এবং জেমিমাহ রদ্রিজকে।

ভিডিওটিতে মূলত বিশ্বকাপ ইতিহাসে নানা জয়ের মূহুর্তের অংশ তুলে ধরা হয়।

একটি “ওয়ান ডে” ঘিরে ক্রিকেটর এবং ক্রিকেটপ্রেমীদের নানা অভিব্যক্তিকে তুলে ধরা হয় ভিডিওতে। যন্ত্রণা, সাহসিকতা, গৌরব, আনন্দ, আবেগ, শক্তি, গর্ব, সম্মান এবং বিস্ময় অর্থাৎ “নবরস”-এর মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়েছে বিশ্বকাপকে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস বলেছেন যে এই ক্যাম্পেন শুরু করতে পেরে তিনি ভীষণভাবে খুশি। পাশাপাশি আরো জানান ৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপ শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।