TMC: গত একুশ জুলাই সমাবেশের পরেই রাজ্যে টাকার পাহাড়! এবার কী হবে? উদ্বেগে তৃণমূল

গতবছর একুশে জুলাই সভা মঞ্চে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে নানা…

গতবছর একুশে জুলাই সভা মঞ্চে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে নানা ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেছিলেন সেদিন তৃণমূলনেত্রী। ২০২২ এর ২১ জুলাইয়ের সমাবেশ থেকে দলের কর্মীদের আরও নমনীয় হতে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জনপ্রতিনিধিদের মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে পরামর্শ দিয়েছিলেন তৃণমূলনেত্রী। একইসঙ্গে দলে দুর্নীতিবাজদের কখনই রেয়াত করা হবে না বলেও সেদিন কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।

ভালোয় ভালোয় সব মিটলেও পরের দিন থেকে রাজ্যবাসীর চক্ষু চড়কগাছ! বস্তা বস্তা টাকা মিলছে। তৎকালীন তৃ়ণমূল মহাসচিব পার্থকে ঘিরে টাকা, নারী বাগানবাড়ির রোমান্স পর্ব উঠে আসছিল। শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। রাতভর তল্লাশির পর গ্রেফতার হয়েছিলেন তৎকালীন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নাকতলার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকেরা। পার্থর উত্তরে সন্তুষ্ট না হওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেই ইডি সূত্রে জানা গিয়েছিল। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা।

টালিগঞ্জের পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ১৫ কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয় বলে ইডি সূত্রে জানা যায়। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা, সোনা। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটির পরে বেলঘরিয়ায় ১৫ কোটির হদিশ পাওয়া যায়। অর্পিতার ফ্ল্যাটে ২ হাজার, ৫০০ টাকার নোটের ১৫ কোটি টাকার হদিশ।

প্রায় এক বছর পার! দুজনেই রয়েছেন জেল হেফাজতে। চলছে তদন্ত। সেই বারের একুশের সমাবেশের পর উত্তাল হয়ে গিয়েছিল রাজ্য-রাজনীতি। আগামীকাল ফের একুশের সমাবেশ। তারপর কী হবে? ফের কোনও দুর্নীতি সামনে আসবে? এভাবেই স্বক্রিয়তা দেখাবে ইডি-সিবিআই? গত ২১ জুলাই সমাবেশের পর রাজ্যে টাকার পাহাড, পার্থ গ্রেফতার। নিয়োগ দুর্নীতি। সিবিআই ইডি তদন্ত। এবার ? বিতর্ক এবং জল্পনা দুটোই তুঙ্গে।