এক দিকে Durand Cup, AFC প্রতিযোগিতা, অন্য দিকে চলছে কলকাতা ফুটবল লীগ (Calcutta Football League)। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লীগের দুই ম্যাচে হল দশ গোল। জয়ের স্বাদ পেল ইউনাইটেড স্পোর্টস এবং পিয়ারলেস স্পোর্টিং ক্লাব।
চলতি কলকাতা ফুটবল লীগে ধারাবাহিক ফর্মের অভাবে ভুগেছে ইউনাইটেড স্পোর্টস। তবে নিজেদের দিনে যথারীতি ভয়ংকর বেগুনী ব্রিগেড। ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ৫-১ গোল জিতেছে তারা। ইউনাইটেড স্পোর্টসের হয়ে জোড়া গোল করেছেন তাদের ঘরের ছেলে তারক হেমব্রম। একটি করে গোল করেছেন দীপেশ মুর্মু, সৌরেন্দ্র নাথ বিশ্বাস এবং সুজল মুন্ডা। বিরতির আগে ১-০ গোল এগিয়ে ছিল ইউনাইটেড একাদশ। বাকি গোলাগুলি হয়েছে দ্বিতীয়ার্ধে। ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেছেন রাহুল দুয়ারী।
দমদমের মাঠে ফুড কর্পোরেশনের দলকে পাঁচ গোলের মালা পরিয়েছে পিয়ারলেস স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ কোনো গোল পরিশোধ করতে পারেনি। পিয়ারলেসের হয়ে দুই ফুটবলার জোড়া গোল করেছেন – স্টিফেনসন পালে এবং মনোতোষ মাঝি। বিরতির আগে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন ডোনাল্ড দিংড। বাকি চারটি গোল বিরতির পর হয়েছে।
কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের অন্য ম্যাচে:-
• ক্যালকাটা ফুটবল ক্লাব ২-২ সার্দান সমিতি
• ইস্টার্ন রেলওয়ে ০-২ বিএসএস স্পোর্টিং ক্লাব।