ঘরের ছেলে ফিরছেন ঘরে? সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই জল্পনা। প্রীতম কোটালের (Pritam Kotal) মোহনবাগান সুপার জায়ান্টে ফেরার সম্ভাবনা রয়েছে, ময়দানে রয়েছে এমন গুঞ্জন। প্রীতমকে মোহনবাগানের (Mohun Bagan) ঘরের ছেলে বলা হয়। সবুজ মেরুন শিবির ছেড়ে কেরালা ব্লাস্টার্সে গিয়েছিলেন অনেক অভিমান নিয়ে। প্রিয় ক্লাবে ফিরে এলে সেই অভিমান হয়তো কিছুটা মিটবে। তবে প্রীতম মোহনবাগানকে সত্যি ফিরছেন কি না সেটা এখনও নিশ্চিত করে বলার সময় আসেনি। বিষয়টা আপাতত জল্পনার স্তরে রয়েছে।
গোয়েঙ্কাকে খুঁজতে হবে নতুন অধিনায়ক! হতে পারে দল বদল
ট্রান্সফার মার্কেটে একাধিক নামীদামী ফুটবলারকে নিয়ে জল্পনা চলছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হেভিওয়েট বিদেশি ফুটবলারদের কেন্দ্র করে গরম হয়ে রয়েছে দল বদলের বাজার। এরই মধ্যে প্রীতম কোটালকে নিয়েও এখন জোর জল্পনা শুরু হয়েছে। বিগত কয়েক বছরে প্রীতম ভারতীয় ফুটবলারদের মধ্যে অন্যতম ধারবাহিক এক নাম। এক মরসুম আশানুরূপভাবে খেলতে না পারলেও তাঁকে ঘিরে এখনও প্রত্যাশা রয়েছে।
প্রীতম কোটাল দল বদল করবেন কি না সেই প্রশ্নই এখন উঠেছে। প্রীতম ও কেরালা ব্লাস্টার্স চাইলে দল বদল হলেও হতে পারে। প্রীতমের সঙ্গে কেরালা ব্লাস্টার্সের ১+১ বছরের চুক্তি হয়েছিল। অর্থাৎ এই বঙ্গ তনয়ের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ ইয়েলো ব্রিগেডের কাছে রয়েছে।
‘গোলমাল হ্যায় ভাই… ‘, মোহনবাগানের ভিডিওতে আনোয়ার
ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমে দল হিসেবে ধারাবাহিকভাবে খেলতে পারেনি কেরালা ব্লাস্টার্স। প্রাক্তন কোচ ইভান ভুকামানোভিচ একাধিক অজুহাত দিলেও, ম্যাচের ফলাফল বলে শেষ কথা। উক্ত মরসুমে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করলেও ক্লাবে আসেনি সাফল্য। সার্বিকভাবে দল হিসেবে দাগ কাটতে ব্যর্থ হয়েছিল কেরালা ব্লাস্টার্স। ইভানের স্ট্র্যাটেজিতে প্রীতম কোটালের পজিশন নিয়েও প্রশ্ন ছিল। সেই ইভানকে আর কোচ হিসেবে রাখেনি কেরালা। এসেছেন নতুন কোচ। নবাগত প্রশিক্ষণ প্রীতমকে দলে রাখতে আগ্রহী সেটাও হবে দেখার বিষয়।