Mohun Bagan: এফসিআইকে হারানোর পর ‘চাঞ্চল্যকর’ মন্তব্য অভিষেক সূর্যবংশীর

ডুরান্ড কাপের পাশাপাশি এবারের প্রিমিয়ার ডিভিশন লিগেও জয়ের ধারা বজায় রেখেছে মোহনবাগান (Mohun Bagan)।

Abhishek Suryavanshi

ডুরান্ড কাপের পাশাপাশি এবারের প্রিমিয়ার ডিভিশন লিগেও জয়ের ধারা বজায় রেখেছে মোহনবাগান (Mohun Bagan)। একদিকে যখন ডুরান্ড কাপের গত দুই ম্যাচে বাংলাদেশ সেনা ও পাঞ্জাব এফসির মতো দলের বিরুদ্ধে সহজ জয় এসেছে ঠিক তেমনভাবেই কলকাতা ফুটবল লিগে ঝড়ের বেগে ছুটতে পালতোলা নৌকা।

কলকাতা লিগে পাঠচক্রের বিপক্ষে জয় দিয়ে যে যাত্রা শুরু করেছিল মোহনবাগান দল আজ এফসিআইয়ের বিপক্ষে ও বজায় থাকল সেই একই ধারা। গত ম্যাচে শক্তিশালী ইউনাইটেড স্পোর্টস ক্লাবের পর আজ ময়দানের এই প্রাচীন ফুটবল ক্লাবের বিপক্ষে ও বড়সড় ব্যবধানে জয় পায় সবুজ-মেরুন ব্রিগেড।

   

ম্যাচের সাতাশ মিনিটের মাথায় রাজ বাশফোরের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। পরবর্তীতে একাধিকবার সুযোগ আসলেও তা থেকে গোল করতে ব্যর্থ থাকেন কিয়ানরা। তবে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এসে ভিয়ানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। যারফলে, প্রথমার্ধের শেষে বজায় থাকে ওই ব্যবধান।

কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে পাল্টা আক্রমণে উঠে আসতে থাকে এফসিআইয়ের ফুটবলাররা। তবে খুব একটা কাজে আসেনি সেই প্রয়াস। সুযোগ বুঝে ম্যাচের ঠিক ৫৬ মিনিটের মাথায় বিপক্ষ দলের ভুল পাসকে কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন নাওরেম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ৮৩ মিনিটের মাথায় ব্যাকহেড দিয়ে গোল করে বাগানের ব্যবধান বাড়ান দীপেন্দু। একেবারে শেষলগ্নে এসে বল জালে জড়িয়ে দিয়ে যান টাইসন সিং। যা দেখে খুশি আপামর সমর্থকরা।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট স্বস্তিতে দেখা গিয়েছে জুনিয়র দলের কোচ বাস্তব রায়কে। তার কথায়, আগামী দিনেও দলের এই পারফরম্যান্স ধরে রাখাই মূল লক্ষ্য তাদের। পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে জাতীয় শিবিরের জন্য একাধিক তরুণ চলে যাওয়ার জন্য তাদের বিকল্প হিসেবে ও বেশকিছু ফুটবলার তৈরি রাখতে চান।

একইভাবে আজ ম্যাচের সেরা হয়ে যথেষ্ট খুশি অভিষেক সূর্যবংশী। তিনি বলেন, ম্যাচের সেরা হতে পেরে আমি যথেষ্ট খুশি। তবে এটা সম্পূর্ণভাবে টিম গেমের ফসল। তাই গোটা কৃতিত্ব আমদের কোচ ও দলের সকলের। তবে সেখানেই শেষ নয়, অভিষেক আরও বলেন, ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামী দিনেও দলের জয়ের ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য আমাদের দলের।