East Bengal vs Punjab FC: ইস্টবেঙ্গলের সামনে প্রাচীর হয়ে উঠতে পারেন পাঞ্জাব এফসির এই ফুটবলার

রিলায়েন্স ফাউন্ডেশন লিগের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে ০-২ গোলে পিছিয়ে থাকার পর এসেছে জয়। ইস্টবেঙ্গল খেলেছে ইস্টবেঙ্গলের মতো। ফাইনাল ম্যাচে লাল হলুদের বিপক্ষে থাকবে পাঞ্জাব…

aayush

রিলায়েন্স ফাউন্ডেশন লিগের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে ০-২ গোলে পিছিয়ে থাকার পর এসেছে জয়। ইস্টবেঙ্গল খেলেছে ইস্টবেঙ্গলের মতো। ফাইনাল ম্যাচে লাল হলুদের বিপক্ষে থাকবে পাঞ্জাব এফসি (East Bengal vs Punjab FC)। সেমিফাইনালে পাঞ্জাব এফসির এক ফুটবল হয়ে উঠেছিলেন দলের ত্রাতা।

Shyamal Besra: বিষ্ণু-সায়নদের সঙ্গে নজর কাড়ছেন শ্যামল

   

এবারের আরএফডিএল ট্রফি জয়ের থেকে আর এক কদম দূরে রয়েছে ইস্টবেঙ্গল। টপকাতে হবে পাঞ্জাব এফসির ব্যারিকেড। কিন্তু বাধা অতিক্রম করা যে সহজ হবে না সেটা বলাই বাহুল্য। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স করেছেন পাঞ্জাব এফসির গোলরক্ষক আয়ুষ।

ইস্টবেঙ্গল বনাম মুথুট সেমিফাইনাল ম্যাচের মতো পাঞ্জাব এফসি ম্যাচের নিষ্পত্তি হয়েছিল পেনাল্টি শ্যুট আউটে। সেমিফাইনাল ১-এ পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে জয় লাভ করেছে পাঞ্জাব এফসি। পেনাল্টি শট রুখে দিয়ে পাঞ্জাব এফসির জয়ের নায়ক আয়ুষ।

East Bengal: বিনো জর্জ বুঝিয়ে দিচ্ছেন ক্লাব কেন ভরসা করে তাঁর ওপর

ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও প্রাচীর হয়ে উঠতে পারেন আয়ুষ। পেনাল্টি আটকানো ছাড়াও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোটা ম্যাচে বেশ কয়েকবার গোল বাঁচিয়েছেন তিনি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন আয়ুষ। সেমিফাইনালে ইস্টবেঙ্গলে প্রথম পিছিয়ে পড়েছিল। জোড়া গোলে এগিয়ে গিয়েছিল মুথুট। পরে ম্যাচে ফিরে আসে লাল হলুদ ব্রিগেড। ফাইনাল ম্যাচে নিজেদের ভুকচুক শুধরে নিতে চাইবে মশাল বাহিনী। একইভাবে গোল করার ক্ষেত্রে বাড়তি মুন্সিয়ানা দেখাতে চাইবেন পাঞ্জাব এফসির ফুটবলাররা।