HomeSports NewsRohit Sharma: বাবা মেয়ের ভালোবাসা থাকুক অটুট! ভাইরাল রোহিত-কন্যা

Rohit Sharma: বাবা মেয়ের ভালোবাসা থাকুক অটুট! ভাইরাল রোহিত-কন্যা

- Advertisement -

সন্তান এমন এক জিনিস যাদের মায়া সহজে কাটানো যায় না। সন্তান পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেনো সন্তানদের চোখে হারায় বাবা মায়েরা। এবার ভারতীয় ক্রিকেট দলের এক ভিডিও আবারও চোখে জল এনে দিল নেটিজেনদের। সম্প্রতি আমরা সকলেই জানি যে ভারতীয় ক্রিকেট দল এখন ব্যস্ত টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। তাই ব্যস্ততার কোন অন্ত নেই তাদের। তার মাঝে পরিবার থেকে দূরেই বেশিরভাগ। এমন সময় নিজের সন্তান কে সামনে পেলে নিজেকে সামলানো মুশকিল তো বটেই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)।

   

ভিডিও তে দেখা যাচ্ছে তার টিমের বাকি সদস্যদের সঙ্গে খেলার পর হোটেলে ফিরছে তারা তখনই ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার কন্যা। সম্প্রতির এই ভিডিও ভাইরাল হতেই প্রচুর মানুষ ভালোবাসা দেখিয়েছে। আর দেখাবেই বা না কেন কোন বাবাই বা চায় মেয়ের ভালোবাসা থেকে দূরে থাকতে।

 এমনি বহুবার বিরাট কোহলিকে দেখা গেছে মাঠ থেকে নিজের মেয়ের জন্য আদর ছুড়ে দিতে অন্যদিকে হার্দিক পান্ডেয়াকেও দেখা যায় বাড়িতে পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে। এর সঙ্গে বলা উচিত ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়ই যতখানি সফল তাদের ক্রিকেট ক্যারিয়ারে ততখানি সফল একজন বাবা হিসেবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular