Mohun Bagan: তাঁবুর বাইরে ধুন্ধুমার, মাঠের ভিতর কুপোকাত, বাগানে ‘শনি’র দশা

রোদ ঝলমলে ছিল শনিবারের সকাল। সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে নামতে চলেছিল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ক্লাব তাঁবুতে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষদিনের…

রোদ ঝলমলে ছিল শনিবারের সকাল। সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে নামতে চলেছিল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ক্লাব তাঁবুতে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষদিনের আমেজ। সবই ঠিক ছিল। আচমকা বদলাতে শুরু করে পরিস্থিতি। 

Mohun bagan

ক্লাব নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন তীব্র অশান্তি মোহনবাগান শিবিরে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে ময়দান চত্বর। ক্লাব তাঁবুর বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। গোটা ঘটনার জেরে আহত হয়েছেন মোট ৩ জন। তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ময়দান থানার পুলিশ।

এদিকে ঠিক কোন কারণে এই ঝামেলায় জড়িয়েছে দুই পক্ষ, সেই সম্পর্কে বিন্দুমাত্র ধারনা নেই ক্লাব কর্তৃপক্ষের। দেবাশিস দত্তের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে এই গোটা ঘটনাটাই বাইরের ব‍্যাপার, এর সঙ্গে কোনওভাবেই ক্লাব জড়িত নয়।

 

Mohun Bagan
শনিবারের শেষটা ভালো হল না মোহনবাগানের।

অন্যদিকে সেমিফাইনালের শুরুটা ভালো করেছিল সবুজ মেরুন ব্রিগেড। দলকে এগিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণা। গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে বল ঘোরাফেরা করছিল মোহন ফুটবলারদের পায়ে। ছন্দ পতন বিরতির ঠিক আগে। গোল করে গেলেন হায়দরাবাদ এফসির ওগবেচে। 

<

p style=”text-align: justify;”>ম্যাচে জয় পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এটিকে মোহন বাগান। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৩-১ গোলে হেরে গিয়েছে দল। আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে পাশা ওল্টাতে চেয়েছিলেন কোচ হুয়ান ফেরান্দো। তাতেও কাজ হয়নি। হারতেই হল দলকে। শনিবারটা একেবারেই ভালো গেল না বাগানের।