লণ্ডভণ্ড সবুজ-মেরুন শিবির, ইস্টবেঙ্গলে অকাল বসন্ত

কলকাতার দুই চির প্রতিদ্বন্দ্বী শিবিরে উঁকি দিলে উল্টো ছবি ধরা পড়ছে। ইস্টবেঙ্গল এফসি (East Bengal) দলে যেখানে চ্যারিস কিরিয়াকু ভ্রু’তে সেলাই করা অবস্থাতে রবিবার জামশেদপুর…

কলকাতার দুই চির প্রতিদ্বন্দ্বী শিবিরে উঁকি দিলে উল্টো ছবি ধরা পড়ছে। ইস্টবেঙ্গল এফসি (East Bengal) দলে যেখানে চ্যারিস কিরিয়াকু ভ্রু’তে সেলাই করা অবস্থাতে রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ।

অন্যদিকে, ATKমোহনবাগান টিম থেকে আচমকা জনি কাউকোর চোটের কারণে চলতি ২০২২-২৩ ফুটবল সেশনে ছিটকে যাওয়ায় সবুজ মেরুন স্কোয়াড এবং তাদের ভক্তদের মধ্যে হাহুতাশের কোনও শেষ নেই।

সবুজ মেরুন স্কোয়াড এবং তাদের ভক্তদের মধ্যেই কাউকোর ছিটকে যাওয় নিয়ে হাহুতাশ সীমাবদ্ধ নেই, ATKমোহনবাগানের ফিনল্যান্ডের ফুটবলার জনি কাউকো নিজেও হতাশ টিমের সঙ্গে না থাকতে পারার কারণে।নিজের হতাশাকে জনি কাউকো প্রকাশ করেছে টুইট পোস্টের মাধ্যমে। ওই টুইট পোস্ট কাউকো লিখেছে “ভালো ফলাফল আসতে এখনো দেরি আছে.
আমি ফিরে আসবো!”এই পোস্ট মুহুর্তে ভাইরাল হতে সময় নেয়নি এবং নেটিজেনদের প্রতিক্রিয়া এরকম,”
আপনাকে দলে দেখার জন্য অপেক্ষা করতে পারি না, জনি।
যত্ন নিন এবং আগের চেয়ে শক্তিশালী ফিরে আসুন।”আবার আর এক নেটিজেনের প্রতিক্রিয়া, “নিশ্চয়ই প্রত্যাবর্তন সর্বদা দৃঢ়তার সাথে বিপত্তি পরে স্যার। সুস্থ হয়ে উঠুন এবং শীঘ্রই ফিরে আসুন 🙏🙏”।

আর ইস্টবেঙ্গল শিবিরে চ্যারিস কিরিয়াকু দলের প্র‍্যাকট্রিস সেশনে যোগ দেওয়ায় লাল হলুদ ভক্তরা ইস্টবেঙ্গল এফসির করা টুইট পোস্টের প্রতিক্রিয়াতে লিখেছে,”আমাদের যোদ্ধা”।ইস্টবেঙ্গল ভক্তরা কিরিয়াকুর দলে ফিরে আসায় যেখানে শুধু খুশিই নয় সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) পয়েন্ট টেবলে উন্নতির স্বপ্ন দেখছে,সেখানে সবুজ মেরুন জ পয়েন্ট টেবলে নিজেদের ধস নামার সম্ভাবনায় দুরু দুরু বুকে হাত রেখে ঠাকুর ঠাকুর করছে এই বলে,হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ফাঁড়া কাটিয়ে দে মা!