East Bengal: ক্লাব ছাড়তে চাইছে আরও একঝাঁক তারকা লাল-হলুদ ফুটবলার

প্রতিবছর ইনভেস্টরদের নিয়ে ভীষণ সমস্যায় পড়ে ইস্টবেঙ্গল (East Bengal)। এর আগেও আমরা দেখেছি শ্রীসিমেন্ট ইনভেস্টর থাকাকালীন সমস্যার ব‍্যাপারটা।

east-Bengal

প্রতিবছর ইনভেস্টরদের নিয়ে ভীষণ সমস্যায় পড়ে ইস্টবেঙ্গল (East Bengal)। এর আগেও আমরা দেখেছি শ্রীসিমেন্ট ইনভেস্টর থাকাকালীন সমস্যার ব‍্যাপারটা। আসলে ইনভেস্টররা নিজেদের মতো পছন্দ মাফিক দল বানাতো। কিন্তু প্রত‍্যাশা মাফিক কোনও ফলাফল পেত না। এবারও সেই একই সমস্যা, ইমামি শেষ মুহূর্তে মাঝারি মানের দল বানিয়ে শেষ অবধি কোনও ইতিবাচক ফলাফল পাইনি ইস্টবেঙ্গল। যেমন দলের কোচ, তেমন দলের ফুটবলার।

আরও পড়ুন: East Bengal: ‘ব্যর্থ’ কোচ স্টিফেনকে সরানোর প্রক্রিয়া শুরু ইস্টবেঙ্গলের

এখন ক্লাবের কর্মকর্তারা চাইছে দলে বেশ কিছু পরিবর্তন। কর্মকর্তারা চাইছে কোচের পদ থেকে সরানো হোক কোচ স্টিফেন কনস্টানটাইনকে। যে আশা করা হয়েছিল, সেই ফলাফল দিতে পারেনি কোচ স্টিফেন কনস্টানটাইন। অন‍্যদিকে ইনভেস্টররা চাইছে কনস্টানটাইনকে ধরে রাখতে। এই নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

আরও পড়ুন: Cleiton Silva: ইস্টবেঙ্গল ‘হিরো’ ক্লেইটনকে পেতে মুখিয়ে আছে বেশ কিছু ক্লাব

গতদিন জেনেছি কমলজিৎ এবং আঙ্গুসানার মতো ফুটবলার দল ছাড়তে চলেছে৷ এবার সেই তালিকাটি বাড়তে চলেছে৷ তালিকায় আছেন সৌভিক চক্রবর্তী, পবন কুমারের মতো ফুটবলারেরাও ছাড়তে চলেছে দল। এছাড়া আরো ফুটবলার আছে এই তালিকায়।