ভারতীয় ক্রিকেট দলের ‘স্যার’ তিনি। এছাড়াও রাজপুত বংশজাত হওয়ার জন্য ‘লড়াই’ করার ক্ষমতা তাঁর সহজাত। চলতি ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টেও দলের ‘অসহায়তার’ সময় একাই বল হাতে জ্বলে উঠলন রবীন্দ্র জাদেজা। এদিন গুরুত্বপূর্ণ সময়ে ভারতের হয়ে একটি উইকেট নেওয়ার পাশাপাশি রেকর্ডের পাহাড় গড়েছেন জাড্ডু। কানপুরে চতুর্থ দিনে সহকারী অশ্বিনকে টপকে এদিন বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের ক্রমতালিকায় বর্তমানে এক নম্বরে উঠে এসেছেন জাদেজা (Ravindra Jadeja)। আজ বাংলাদেশি টেল এন্ডার খালিদ জামিলের উইকেট নিয়ে ব্যক্তিগতভাবে ৩০০তম উইকেটের অধিকারী হন ভারতীয় বাঁ হাতি অলরাউন্ডার। এছাড়াও দ্রুততম ৩০০০ রান করা ও ৩০০ উইকেট নেওয়া এশিয়ান ক্রিকেটারের খেতাবটিও এখন জামনগরের এই অলরাউন্ডারের দখলে।
চলতি কানপুর টেস্ট ম্যাচের আগে ৭৩ ম্যাচে ২৯৯ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আজ খালিদের উইকেটটি নিয়ে নিজের ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এছাড়াও ভারতের হয়ে তিনি ১৩ বার নিজের নামে ৫ উইকেট শিকার করেছেন এবং দুইবার একটি ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও অর্জন করেছেন এই ক্রিকেটার। তবে এখানেই শেষ নয়, টেস্টের এক ইনিংসে ১৩ বার চার উইকেট নিয়েছেন তিনি। এদিন সামগ্রিকভাবে বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন জাদেজা। এর আগে, ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথাম আছেন যিনি ৭২ টেস্ট ম্যাচে উইকেটের ট্রিপল সেঞ্চুরি এবং ৩০০০ রান পূর্ণ করেছিলেন।
THE HISTORIC MOMENT FOR JADDU. 🥶
– Jadeja, the quickest Asian with 300 wickets and 3,000+ runs in Tests. 🇮🇳 pic.twitter.com/y0pz8DZfuz
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 30, 2024
IND vs BAN: একসঙ্গে ৩ কিংবদন্তিকে পিছনে ফেলতে পারেন অশ্বিন
তবে জাদেজার রেকর্ডের দিনে আজ কানপুরে ফের ব্যাটিংব্যর্থতার ছবি ধরা পড়েছে বাংলাদেশ শিবিরে। এদিন ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৩৩ রান করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে এদিন মোমিনুল হক ১০৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। তবে মোমিনুল রান পেলেও সাদমান ইসলাম (২৪) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩১) সেট হয়েও ব্যর্থ হয়েছেন। এদিন বল হাতে জাদেজার পাশাপাশি সফল হয়েছেন অন্যান্যরাও। আজ সকালে ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ তিনটি এবং সিরাজ, অশ্বিন ও আকাশ দীপ দুটি করে উইকেট নেন। এই মুহূর্তে প্রথম ইনিংস খেলতে নেমে ৪ উইকেট খুইয়ে ১৬৯ রান করেছে ভারতে।
প্রসঙ্গত উল্লেখ্য যে ৭৩ টেস্ট ম্যাচে খেলে এই মুহূর্তে জাদেজার রানসংখ্যা ৩১২২। কানপুরে নিজের ৭৪তম টেস্ট ম্যাচ খেলছেন তিনি। লাল বলের ইতিহাসে বাঁহাতি ব্যাটসম্যান জাদেজা ৪টি সেঞ্চুরি ও ২১টি হাফ সেঞ্চুরি করেছেন। টেস্টে তাঁর সেরা স্কোর অপরাজিত ১৭৫ রান। ভারতের তবে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও; ভারতের হয়ে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) কাজটা যে এখনও শেষ হয়ে যায়নি সেটা বার বার প্রমান করছেন এই অলরাউন্ডার।