ভারতের (Team India) নতুন হেড কোচের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম ঘোষণা করেন বিসিসিআই সচিব জয় শাহ। এখন থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ থাকবেন গম্ভীর। নতুন দায়িত্ব পাওয়ার পর গম্ভীরকে একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে।
১. প্রথম একাদশ বাছাই
একজন প্রধান কোচ যে কোনও দলের গুরুত্বপূর্ণ অংশ, তেমনই অধিনায়কও সমান গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন মাঠে খেলোয়াড়দের পরিচালনা করার জন্য দায়বদ্ধ। প্রথম একাদশ বাছাই করার সময় অধিনায়কের মতামত থাকে। এমনকি নির্বাচকরাও নির্বাচক সভায় অধিনায়কের পছন্দকে প্রাধান্য দেন এবং তাকে কাঙ্ক্ষিত দল সরবরাহ করেদেওয়ার চেষ্টা করেন।
২. সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কাজ
জানা গিয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গম্ভীরের আল্টিমেটাম ছিল সিনিয়র খেলোয়াড়দের জন্য। দাবি করা হচ্ছে গম্ভীর গম্ভীর নাকি দাবি করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারলে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বাদ দিতে হবে। তবে সিনিয়র খেলোয়াড়দের বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
৩. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
২০১৯ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর ভারত এই টুর্নামেন্টের দু’টি ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছে। ২০২১ সালে টিম ইন্ডিয়া ফাইনালে নিউজিল্যান্ডের কাছে এবং ২০২৩ সালে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। গম্ভীর ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজেতা হিসেবে দেখতে চাইছেন। রবি শাস্ত্রী ও দ্রাবিড় যে কাজ অসম্পূর্ণ রেখেছিলেন, গম্ভীর তা সম্পূর্ণ করার চেষ্টা করবেন। শুধু তাই নয়, ২০২৭ সালে ভারতকে টেস্ট চ্যাম্পিয়ন করার দিকেও নজর থাকবে।
৪. চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি২০ বিশ্বকাপ
রোহিত শর্মার নেতৃত্বে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে ভারত। ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এবার আবার জেতার চেষ্টা করবেন গম্ভীর। এ ছাড়া ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ।
৫. ওডিআই ওয়ার্ল্ড কাপ
গম্ভীরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ২০২৭ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা। প্রতিটি দলই এই ফরম্যাটে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে। টিম ইন্ডিয়া ১৯৮৩ এবং ২০১১ সালে ওয়ানডে চ্যাম্পিয়ন হয়েছিল। গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত আবার ওডিআই সেরা দেশ হয় কি সে দিকেও সবার নজর থাকবে।