Euro Semi-Finals: প্রথম সেমিতে স্পেনের মুখোমুখি ফ্রান্স, কী বলছেন কুয়াদ্রাত ও ক্রেসপো?

কিছুটা সময়ের অপেক্ষা মাত্র। তারপর আলিয়াঞ্জ এরিনায় স্পেনের মুখোমুখি হবে শক্তিশালী ফ্রান্স। ইউরো চ্যাম্পিয়নশিপের এই প্রথম সেমিফাইনালের (Euro Semi-Finals) দিকে নজর থাকবে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের।…

East Bengal Coach Carles Cuadrat and Footballer Saul Crespo Share Their Opinions

কিছুটা সময়ের অপেক্ষা মাত্র। তারপর আলিয়াঞ্জ এরিনায় স্পেনের মুখোমুখি হবে শক্তিশালী ফ্রান্স। ইউরো চ্যাম্পিয়নশিপের এই প্রথম সেমিফাইনালের (Euro Semi-Finals) দিকে নজর থাকবে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টের শুরু থেকেই যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে দুই শিবিরের। গত কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জার্মানিকে আটকে দিয়েছিল লুইস দে লা ফুয়েন্তের স্প্যানিশ ব্রিগেড।

গোল পেয়েছিলেন দানিয়েল ওলমো ও মিকেল মেরিনো। নির্ধারিত সময়ে ফ্লোরিয়ান ভিরৎসের গোলে জার্মানরা সমতায় ফিরলেও অতিরিক্ত সময়ে গোল করে যায় স্পেন। সেইরক্ষা করা সম্ভব হয়নি টনি ক্রুজদের। অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে টেক্কা দিয়ে ট্রাইবেকারে জয় সুনিশ্চিত করে জিরুডের ফরাসি ব্রিগেড। এবার ফাইনালে ওঠার লড়াই।

   

একদিকে যেমন কিলিয়ান এমবাপের দিকে নজর থাকবে সকলের, অপরদিকে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে নিকোলাস উইলিয়ামস আর্থারের দিকে। গত ম্যাচের মত এই ম্যাচেও জয় চাইছেন সকলে। কিন্তু লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন দুই দলের ফুটবলাররা। এসবের মাঝেই ইউরোর প্রথম সেমিফাইনাল নিয়ে মুখ খুললেন ইমামি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত।

এই ম্যাচের পরিসংখ্যান সংক্রান্ত বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দুই শক্তিশালী ফুটবল দল এবার মুখোমুখি হতে চলেছে। এই টুর্নামেন্ট জুড়ে স্প্যানিশ ফুটবলারদের যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে। তারা একাধিক শক্তিশালী দলকে পরাজিত করেছে। তাছাড়া ফ্রান্স ও নিজেদের ছন্দে রয়েছে। কিলিয়ান এমবাপে থেকে শুরু করে উইলিয়াম সালিবার দিকে সকলের নজর থাকবে। এবার এক উত্তেজনা পূর্ন ম্যাচ হতে চলেছে।’

অপরদিকে, লাল-হলুদের স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোকে ক্লাবের মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হলে অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর কথা শোনা যায় তাঁর মুখ থেকে। শেষ হাসি কে হাসে এখন সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।