আসন্ন আইএসএলে দল গঠনে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। যদিও লাল হলুদ কর্তারা দল গঠনের কাজে আগেই হাত লাগিয়েছিলেন। বিনিয়োগকারী কোম্পানি ইমামির সঙ্গে চুক্তি সম্পন্ন না হলে ফুটবলার সই করানোর ব্যাপারটিও চূড়ান্ত হচ্ছে না ।
একাধিক নামকরা তারকা ফুটবলার হাতছাড়া হয়ে গেলেও তরুণ, প্রতিভাবান ভারতীয় ফুটবলারদের পাখির চোখ করেছে ইস্টবেঙ্গল ক্লাব। গোল রক্ষণে অরিন্দম ভট্টচার্য থাকবেন কি না সেটা এখনও জানা নেই। কিন্তু ভারতীয় এই তরুণ ফুটবলারটি হয়তো ইস্টবেঙ্গলে থাকতে চলেছেন। ২২ বছর বয়সী গোলরক্ষক গুরমীত সিং কি ইস্টবেঙ্গলে? এই প্রশ্নটা আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যেতে পারে।
নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ৯ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাঁর। গত মরশুমে হায়দ্রাবাদ এফ সি তে সই করেছিলেন তিনি। কিন্তু মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন এই তরুণ ফুটবলার। ২০২০-২১ মরশুমে পাহাড়ি দলটির হয়ে ন’টি ম্যাচে চারটি ক্লিন শিট ছিল তাঁর নামের পাশে। এইরকম প্রতিভাকে হায়দ্রাবাদ খুব একটা কাজে লাগাতে পারেনি। গুরমীতও হায়দ্রাবাদে অসন্তুষ্ট। শোনা যাচ্ছে, তাঁর এজেন্ট এবং হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট -এর মধ্যে কথাবার্তা চলছে এবং তাঁকে হয়তো ছেড়েও দেওয়া হবে। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অফার চলে গিয়েছে ইতিমধ্যে। যদিও এখনও চূড়ান্ত হয়নি এই সই সম্ভাবনা।