East Bengal Club : শংকরলাল চক্রবর্তী নাকি রঞ্জন ভট্টাচার্য, কে হবেন লাল-হলুদের কোচ

ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে ইমামির চুক্তি এখনও সম্পন্ন হয়নি। দল গঠনের কাজ যেমন বাকি রয়েছে, তেমনই এখনও বাকি রয়েছে কোচ বাছাইয়ের কাজ। ফুটবল প্রেমীদের প্রশ্ন,…

Shankarlal Chakraborty or Ranjan Bhattacharya

ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে ইমামির চুক্তি এখনও সম্পন্ন হয়নি। দল গঠনের কাজ যেমন বাকি রয়েছে, তেমনই এখনও বাকি রয়েছে কোচ বাছাইয়ের কাজ। ফুটবল প্রেমীদের প্রশ্ন, কে হতে চলেছেন লাল হলুদের কোচ।

আসলে আসন্ন কলকাতা লিগের জন্য ইস্টবেঙ্গলের দল গঠন প্রায় সম্পন্ন। তারা এবারের আইএসএল রানার্স আপ বাংলা দল এবং ঘরোয়া লিগের একাধিক খেলোয়াড় নিয়ে ইতিমধ্যে একটা দল গঠন করেছেন। কলকাতা লিগ শুরু হতে বাকি নেই বেশি দিন। তাই কলকাতার অন্যান্য দলের মতো নিজেদের দলের অনুশীলন শুরু করতে চাইছে ইস্টবেঙ্গল। কিন্তু কোচ ছাড়া অনুশীলন হবে কী করে!

কিছু দিন আগে নামকরা দুই বাঙালি কোচের নাম শোনা গিয়েছিল- শংকরলাল চক্রবর্তী এবং বাংলার সন্তোষ ট্রফি রানার্স কোচ রঞ্জন ভট্টাচার্য। দুজনের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তারা প্রাথমিকভাবে কথা বলেছিলেন বলে ফুটবল মহলের একাংশের অনুমান। সূত্র মারফৎ জানা গিয়েছে, রঞ্জন ভট্টাচার্য সহকারী হতে নারাজ। কারণ কলকাতা লিগে ‘এ’ লাইসেন্স প্রযোজ্য নয়।

আবার শংকরলাল চক্রবর্তী ইস্টবেঙ্গলের এই ভাবনার সঙ্গে একমত নয়। ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকার বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন , আইএসএলে তাঁরা কোনও বিদেশি কোচকে দায়িত্ব দিতে খুব একটা আগ্রহী নন। বাঙালি অথবা কোনও ভারতীয় কোচকে দলের দায়িত্ব দিতে চাইছে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। এরকম পরিস্থিতিতে ইস্টবেঙ্গল কাকে কোচ হিসেবে নির্বাচন করে এখন সেটাই দেখার বিষয়।