Afghanistan: রোজার মাসে গান কেন? মহিলা রেডিও বন্ধ করল তালিবান জঙ্গি সরকার

তালিবান জঙ্গিদের শাসনে এবার (Afghanistan) আফগানিস্তানে মহিলাদের পরিচালিত রেডিও বন্ধ করা হলো। অভিযোগ, রমজান মাসে গান শোনানো হয়েছিল রেডিও অনুষ্ঠানে। Advertisements কয়েকজন আফগান মহিলা এই…

তালিবান জঙ্গিদের শাসনে এবার (Afghanistan) আফগানিস্তানে মহিলাদের পরিচালিত রেডিও বন্ধ করা হলো। অভিযোগ, রমজান মাসে গান শোনানো হয়েছিল রেডিও অনুষ্ঠানে।

Advertisements

কয়েকজন আফগান মহিলা এই রেডিওটি পরিচালনা করেন। তারা বলছেন, কোনও গান বাজানো হয়নি।রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সোরোশ জানান অভিযোগ মিথ্যা।

   

আফগানিস্তানের একমাত্র রেডিও স্টেশন ছিল এটি। ৮ জন কর্মী কাজ করতেন। তাঁদের মধ্যে ৬ জনই মহিলা।তালিবান জঙ্গি সরকারের আমলে আফগান মহিলাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।