নীল নদের দেশ সুদানে রক্তের বন্যা। আফ্রিকার এই দেশটির সেনা ও আধা সেনার মধ্যে ক্ষমতা দখলের সংঘর্ষ চলছে (Sudan Civil War)। বিবিসির খবর, গৃহযুদ্ধের মাঝে পড়ে মারা গেছেন রাষ্ট্রসংঘের কর্মীরা।
দেশটির রাজধানী খার্টুম ও দেশের বিভিন্ন জায়গায় দুই বাহিনীর লড়াইয়ে বাড়ছে নিহতের সংখ্যা। নিহতদের মধ্যে রাষ্ট্রসংঘের তিনজন কর্মী রয়েছেন। দেশটির ডক্টরস ইউনিয়ন শনিবার এক বিবৃতিতে জানায় পরিস্থিতি ভয়াবহ।
সুদানে কর্মসূত্রে ও বিভিন্ন কারনে যাওয়া ভারতীয়দের বিষয়ে সতর্কতা জারি করেছে ভারতীয় দূতাবাস। নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রক সুদানের পরিস্থির উপর নজর রাখছে।