CPIM-এর আমন্ত্রণে কলকাতায় ‘ইন্ডিয়া’ মুখ্যমন্ত্রীদের ঝলক, মমতা ?

জ্যোতি বসুর প্রয়াণ দিবসে  কলকাতায় অ-বিজেপি জোটের দুই মুখ্যমন্ত্রী। CPIM এর আমন্ত্রণে তাঁরা আসছেন। তবে মমতার প্রশ্নে নীরব বাম শিবির। Advertisements CPIM সূত্রে খবর, কিংবদন্তী…

জ্যোতি বসুর প্রয়াণ দিবসে  কলকাতায় অ-বিজেপি জোটের দুই মুখ্যমন্ত্রী। CPIM এর আমন্ত্রণে তাঁরা আসছেন। তবে মমতার প্রশ্নে নীরব বাম শিবির।

Advertisements

CPIM সূত্রে খবর, কিংবদন্তী কমিউনিস্ট নেতার স্মৃতিতে উৎসর্গীকৃত ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ভবন নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে নিউটাউনে। এই উদ্দেশ্যে আগামী ১৭ জানুয়ারি তাঁর ১৫ তম প্রয়াণ দিবসে ভিত্তি প্রস্তর স্থাপন এবং একটি সেমিনারের মধ্য দিয়ে সেই কাজ শুরু করা হবে। অনুষ্ঠানে থাকবেন কেরলের মুখ্যমন্ত্রী ও সিপিআইএম পলিটব্যুরো নেতা পিনরাই বিজয়ন। আর থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার নিউটাউনে জ্যোতি বসু কেন্দ্রে  ট্রাস্টের চেয়ারম্যান বিমান বসু জানান, ১৭ জানুয়ারি প্রথম দফার কাজ শুরু হবে। ওই দিন স্বাস্থ্য এবং পরিবেশ সংক্রান্ত একটি আলোচনা সভায় বক্তা নীতীশ কুমার, ও পিনরাই বিজয়ন। থাকবেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

বিমান বসু বলেন এই প্রকল্পে প্রধান সমস্যা হল অর্থ সংকট। তবে গনসংগ্রহ কর্মসূচিতে মোটামুটি ভাল সাড়াই মিলেছে। তিনি আরও জানান, ‘‘আমাদের চুরির টাকা নেই, ইলেক্টরাল বন্ড নেই, যা অর্থ মিলেছে তা দিয়ে আপাতত প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করতে হবে। এরপরে আবারও মানুষের কাছে আমরা আবেদন জানাব অর্থ সাহায্যের।’’

মহ: সেলিম জানান, জ্যোতি বসু কেন্দ্রে অর্থদান সম্পূর্ণ আয়কর মুক্ত (৮০জি)। তিনি বলেন, জ্যোতি বসু আজীবন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক পরিকাঠামোর সম্প্রসারণের জন্য কাজ করে গেছেন। তাঁর সেই কর্মকান্ডগুলির পুনরায় চর্চা করার সময় উপস্থিত হয়েছে এবং তার শুরু হবে আগামী ১৭ তারিখের অনুষ্ঠানের মধ্যে দিয়ে।