Sourav-Darshana: ডিসেম্বরের ১৫ তারিখে ধুমধাম করে বৌকে নিয়ে নায়কের নতুন বাড়িতে প্রবেশ করেছেন অভিনেতা সৌরভ দাস। এই কদিনে নতুন সংসার বেশ সাজিয়ে-গুছিয়ে নিয়েছেন তাঁরা। নতুন সংসারে যেই স্বপ্নগুলো তাঁরা দিনের পর দিন বুনেছিলেন, সেই স্বপ্নগুলো এবার একে একে পূরণ করছে দর্শনা ও সৌরভ। সম্প্রতি সেই ছবি প্রকাশ্যে এনেছেন দুজনেই। কিন্তু সেই ছবির স্মৃতি উসকে দিল সৌরভের পুরোনো প্রেমকে।
দেখতে দেখতে সৌরভ দাস এবং দর্শনা বণিকের বিয়ের এক মাস হতে চলল। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁদের নতুন ফ্ল্যাটের কিছু দৃশ্য। দর্শনা আর সৌরভের বিভিন্ন ছবিতে দেখা যায় তাঁদের নতুন সংসারের কিছু কিছু ছবি। একটি দেওয়াল জুড়ে শুধুই সাজানো অভিনেতার বিভিন্ন পুরস্কার। অন্যদিকে রাখা বড় টেলিভিশন। চারিদিক সুন্দর গাছপালায় সাজানো। তবে এই ছবির মধ্য দিয়েই নেটিজেনদের মনে ধরা দিল সৌরভের প্রাক্তন প্রেমিকের। মনে পড়ছে সৌরভ এবং অনিন্দিতা বসুর একত্রবাসের সময়ের কথা।যেখানে তাঁদের বাড়ির নাম দিয়েছিলেন ‘প্রথম অধ্যায়’।
দর্শনা ও সৌরভ এর যে নতুন ফ্ল্যাট, সেখানে নামকরণ করা হয়েছে ‘প্রথমা’। কলকাতার বুকে আপতত সেই ফ্ল্যাট সাজিয়ে তুলছেন নবদম্পতি। ষষ্ঠতলায় সৌরভ-দর্শনার ভালোবাসার এই নীড় বাতাসে ছড়িয়েছে ছোট্ট স্বপ্নের বুনিয়াদ। ফ্ল্যাটের অন্দরে একে বারেই রং বাহারি নয়, বরং হালকা ম্যাট ফিনিশ দেওয়াল। ড্রয়িং রুমের মধ্যে রয়েছে সবুজের ছোঁয়া। মাঝখানে একটি টেবিল, উপরে চেজ বোর্ড। পিছনে কাউচ রাখা। কিন্তু এত সুন্দর ঘর এর আগেও পাতিয়েছিলেন মন্টু পাইলট। বলা যেতে পারে একটা ছোট্ট সংসারের স্বপ্ন দেখেছিলেন তাঁরা। যদিও সে সম্পর্ক ভেঙে যায়। সেই বাড়িও নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন তাঁরা। তবে এই মুহূর্তে যদিও কোনও আলোচনাই কান দিতে রাজি নন নবদম্পতি। তাঁরা নিজেদের সংসার, কাজ নিয়ে প্রবল ব্যস্ত।