TMC vs BJP: তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ‘নিখোঁজ’, বিজেপির আলুওয়ালিয়া ‘বেপাত্তা’

বিহারিবাবু নিখোঁজ। আলুওয়ালিয়া বেপাত্তা। তৃ়ণমূল কংগ্রেস (tmc) ও বিজেপির(BJP) দুই সাংসদ কেন এলাকায় থাকেননা তা নিয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারা বিরক্ত।  আসানসোলের তৃণমূল…

বিহারিবাবু নিখোঁজ। আলুওয়ালিয়া বেপাত্তা। তৃ়ণমূল কংগ্রেস (tmc) ও বিজেপির(BJP) দুই সাংসদ কেন এলাকায় থাকেননা তা নিয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারা বিরক্ত। 

আসানসোলের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ এমনই পোস্টার পড়ল পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চলে। ছট পুজোতে বিহারীবাবু লাপাত্তা লাপাত্তা! মূলত ছট ঘাট এলাকাগুলিতে এই পোস্টারে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 

পোস্টারগুলি হিন্দিতে লেখা। সেখানে লেখা রয়েছে, মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা বিহারীবাবু নামে পরিচিত। কিন্তু বিহারীদের সব থেকে বড় ছট পুজো উপলক্ষে নিজের লোকসভা কেন্দ্রে সাংসদ নিখোঁজ। আসানসোলের বিহারী জনতার তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। 

এই পোস্টার নিয়ে শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপি। তবে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া নিখোঁজ বলে আগেই পোস্টার পড়েছিল। খোদ বিজেপির মধ্যেই আলুওয়ালিয়াকে নিয়ে প্রবল ক্ষোভ আছে।

এদিকে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বপভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,মন্ত্রী থাকতেও বিদেশে ঘুরতেন শত্রুঘ্ন সিনহা। সাংসদ থাকতেও তাই করছেন। তাঁকে যাঁরা পছন্দ করেছেন, তাঁদের এটা মেনে নিতেই হবে। সেইজন্য উনি বিজেপিতে টিকতে পারেননি। 

উল্লেখ্য, কিছু মাস আগেই কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির সাংসদ পদ ত্যাগ করেন আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি এখন তৃণমূলে। এরপর আসানসোলের লোকসভা থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করে ইতিহাস গড়েন শত্রুঘ্ন সিনহা। কিন্তু তাঁরই লোকসভা কেন্দ্রে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পশ্চিম বর্ধমান জেলা তৃ়ণমূলের দাবি, সাংসদ শত্রুঘ্ন সিনহা গত মে মাসেই আসানসোলে এসেছিলেন। সাংসদের বাড়িতে হয়তো পুজো রয়েছে। সেকারণেই উনি আসতে পারেননি।