তৃণমূল কংগ্রেসের ৯৫ শতাংশ কর্মী সৎ : সৌগত রায়

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে সাসপেন্ড হওয়া পার্থ চট্টোপাধ্যায় দাবী করেছেন তিনি দলের সঙ্গে ছিলেন এবং থাকবেন৷ পার্থর এহেন মন্তব্য তৃণমূলের জন্য অস্বস্তির কারণ বটেই। রবিবার…

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে সাসপেন্ড হওয়া পার্থ চট্টোপাধ্যায় দাবী করেছেন তিনি দলের সঙ্গে ছিলেন এবং থাকবেন৷ পার্থর এহেন মন্তব্য তৃণমূলের জন্য অস্বস্তির কারণ বটেই। রবিবার এক জনসভা থেকে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন সৌগত রায় (Sougata Roy)।

পানিহাটির এক সভা থেকে দমদমের সাংসদের বক্তব্য, এখন আমাদের দল কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের কোনও দোষ নেই। দলের মধ্যে কিছু লোক খারাপ কাজ করেছে। যারা খারাপ কাজ করেছে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। যেমন পার্থ চট্টোপাধ্যায়কে দল বের করে দিয়েছে। সৌগত রায়ের এই বক্তব্য স্পষ্ট করে দিল দলের অবস্থান একই জায়গায় রয়েছে।

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের ৯৫ শতাংশ কর্মী সৎ ও নিষ্ঠবান। কিছু নেতার জন্য গোটা দলকে বদনামের ভাগীদার হচ্ছে। আমরা দলীয়ভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে বর্ষীয়ান সাংসদের সাফ মন্তব্য, কিন্তু কয়েক জনের জন্য দলের মধ্যে সবাইকে যদি বিজেপি, সিপিএম ও কংগ্রেস চোর বলে তাহলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা আমরা নেব।

দুর্নীতিতে নাম জড়ালেই ব্যবস্থা নেওয়া হবে। দলের তরফে ইতিমধ্যেই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ এমনকি নবান্নের তরফে জেলা প্রশাসনকে এবিষয়ে চিঠি দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে স্বচ্ছতার নজির গড়তে তৃণমূল মরিয়া। সেটা বারবার প্রমাণিত হচ্ছে নেতাদের বক্তব্যে।