SKM: মোদীর প্রতিশ্রুতি ‘ধোঁকা’, কৃষক মহাপঞ্চায়েতে দিল্লি অবরুদ্ধ হবে

ফসলের নূন্যতম সহায়ক মূল্য সহ একাধিক বকেয়া দাবিতে সোমবার রাজধানীর যন্তরমন্তর অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা (SKM)। রবিবার থেকে দিল্লিতে আসতে শুরু করেছেন কৃষকরা৷ দিল্লি (Delhi)…

ফসলের নূন্যতম সহায়ক মূল্য সহ একাধিক বকেয়া দাবিতে সোমবার রাজধানীর যন্তরমন্তর অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা (SKM)। রবিবার থেকে দিল্লিতে আসতে শুরু করেছেন কৃষকরা৷ দিল্লি (Delhi) পুলিশের তরফে সিঙ্ঘু, টিকরি সীমান্তে বাড়তি নজরদারি রাখা হয়েছে। প্রায় ৪ থেকে ৫ হাজার কৃষকের জমায়েতে অবরুদ্ধ হতে পারে দিল্লি। এমনটাই মনে করা হচ্ছে।

কিষাণ মোর্চার অন্যতম নেতা ভারতীয় কিষাণ ইউনিয়নের (BKU) রাকেশ টিকায়েতকে আটক করা হয়। এর পর তিনি মোদী সরকারকে হুঁশিয়ারি দেন। অন্যদিকে দিল্লিতে মোর্চা সামলাতে নামছেন সারা ভারত কৃষক সভার নেতা (AIKS) ও প্রাক্তন সিপিআইএম সাংসদ হান্নান মোল্লা।

সংযুক্ত কিষান মোর্চার তরফে জানানো হয়েছে, প্রায় ৪০ থেকে ৫০ টি সংগঠনের নেতারা আজ উপস্থিত হতে চলেছেন যন্তরমন্তরে৷ বিকেইউ ও কৃষক সভা দুটি সংগঠন থাকছে।

সংযুক্ত কিষান মোর্চার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সরকার কৃষি আইন প্রত্যাহার করলেও এখনও বিদ্যুৎ বিল সহ অন্যান্য দাবিগুলি পুরণ করেনি৷ তাই আজ মহাপঞ্চায়েতের মাধ্যমে সরকারের বিরুদ্ধে তোপ দাগবেন কৃষক নেতারা৷ দ্রুত প্রতিশ্রুতি পুরণ না করা হলে আগামী দিনে বিরাট আন্দোলনের হুঁশিয়ারি কিষাণ মোর্চার।

দিল্লির নিত্যযাত্রীদের উদ্দেশ্যে যানজট এড়াতে একাধিক নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ। ঘুরপথে চলতে শুরু করেছে একাধিক গাড়ি। কোনরকম অশান্তি যাতে না ছাড়ায় সেজন্য আগে থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দিল্লির পুলিশ কমিশনার সমীর শর্মা জানিয়েছেন, শুধুমাত্র দিল্লি নয়, একাধিক সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে৷ বিশেষ নজরদারি রয়েছে রেলপথ এবং মেট্রোতেও। সমস্ত প্রবেশপথে চলছে নাকা চেকিং।

উল্লেখ্য, কেন্দ্র সরকারের আনা তিন কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছিল সংযুক্ত কিষান মোর্চা। টানা এক বছর ধরে সিঙ্ঘ, টিকরি এবং গাজিপুর সীমান্তে লাখো লাখো কৃষকদের বিক্ষোভের জেরে তিন আইন প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্র সরকার। এক বছরের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে একাধিক দাবি তুলেছিল কৃষক সংগঠনগুলি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকার কৃষকদের দাবি পুরণ না করায় আরও একবার উত্তপ্ত হতে চলেছে রাজপথ।