CPIM: সেলিম বললেন ‘মাফিয়া ডন’ বিদেশে পালিয়েছে, নিশানায় অভিষেক?

সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একটি ফেসবুক পোস্টে ফের রাজনৈতিক মহল সরগরম। তিনি বলেছেন, “এত মামলা, এত শুনানি ফসকে পালিয়ে গেল মাফিয়া ডন? কেন্দ্রীয়…

সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একটি ফেসবুক পোস্টে ফের রাজনৈতিক মহল সরগরম। তিনি বলেছেন, “এত মামলা, এত শুনানি ফসকে পালিয়ে গেল মাফিয়া ডন? কেন্দ্রীয় সরকারের ইডি, সিবিআই, স্বরাষ্ট্র দফতর, অভিবাসন দফতর সবার যোগসাজসেই বিদেশে পালিয়েছেন তিনি।” সেলিমের নিশানায় এই ‘তিনি’ তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদরীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। যদিও নিজের পোস্টে কারোর নাম লেখেননি সেলিম। এই প্রথম নয় আগেও অভিষেককে কটাক্ষ করেছেন তিনি।

এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মহম্মদ সেলিম। সিপিআইএমের রাজ্য সম্পাদকের দাবি, বিদেশী পতিতাদের অ্যাকাউন্ট ভাড়া করে দুর্নীতির টাকা পাচার করা হয়েছে। প্রসঙ্গত, চোখের চিকিৎসা করাতে আমেরিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সেলফি পোস্ট করেছেন তিনি। রাশিয়ান বান্ধবী ইস্যুতে নাম না করে তাকে নিশানা করছে বিরোধীরা।

অভিষেকের ছবি পোস্ট করে টুইটারে সেলিম লিখেছেন, “সাংসদ ওরফে মাফিয়া ডন কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতির মতো একাধিক অপরাধে অভিযুক্ত নিউইয়র্ক থেকে সেলফি পোস্ট করছেন। দেশ থেকে পালিয়েছেন।” তিনি আরও বলেন, “অর্থ পাচার করতে ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে।”

সেলিমের অভিযোগের জবাবে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ সুর চড়ান সেলিমের বিরুদ্ধে। তিনি বলেন,” কয়েকবছর আগে পার্টির কাজ আছে বলে এক নামী নেতা বান্ধবীর সঙ্গে একটি রাজ্যের হোটেলে চলে যান। তার বিমান এবং হোটেলের কাগজ তার বাড়িতে দেন পার্টিরই আরেক নেতা। এবিষয়ে আপনার কিছু জানা আছে মহম্মদ সেলিম?” কুণালের এমন দাবির পর সেলিমের পোস্ট ঘিরে আরও বিতর্ক।