CPIM: বাম প্রার্থী তালিকায় বাদশা-শায়রা?

তারকা চমক? তৃণমূল ও বিজেপির নেতা লেনদেন চলছেই। আর বামফ্রন্টের প্রার্থী তালিকা নিয়ে বাড়ছে উত্তেজনা। জানা যাচ্ছে, বাম তালিকায় চমক হিসেবে উঠে আসতে পারেন অভিনেতা…

CPIM

তারকা চমক? তৃণমূল ও বিজেপির নেতা লেনদেন চলছেই। আর বামফ্রন্টের প্রার্থী তালিকা নিয়ে বাড়ছে উত্তেজনা। জানা যাচ্ছে, বাম তালিকায় চমক হিসেবে উঠে আসতে পারেন অভিনেতা বাদশা মৈত্র। তিনি CPIM নেতা। বাদশা এ রাজ্যের অন্যতম বাম বুদ্ধিজীবী বলে চর্চিত। তিনি সরাসরি সিপিআইএমের হয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।

সিপিআইএমের তালিকায় শায়রা শাহ হালিমের নাম উঠে আসার সম্ভাবনা। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চমকে দিয়ে তৃণমূলকে কঠিন লড়াইয়ে ফেলেছিলেন। জিততে না পারলেন শায়রার ভূমিকায় বাম শিবির পেয়েছিল অক্সিজেন। দীর্ঘ বাম জমানায় বিধানসভার অধ্যক্ষ ছিলেন  হাসিম আব্দুল হালিম। প্রয়াত হালিমের পুত্রবধু শায়রা।

সিপিআইএমের তরফে বাম পার্থী তালিকায় চমক দিতে দুটি নাম নিয়ে প্রবল চর্চা চলছে। তালিকায় এমন সব নবীন বাম নেতা-নেত্রীর নাম আছে যারা গত বিধানসভা ভোটে লড়াই করেছিলেন। সেই ট্রাডিশন ধরে রেখেই বাম তালিকা প্রকাশ করা হবে বলেই জানা যাচ্ছে।

জানা যাচ্ছে বামফ্রন্ট শরিকদলের বায়না মেটাতে গিয়ে অথৈ জলে পড়েছে সিপিআইএম। শরিকদের অন্যতম সিপিআই,ফরোয়ার্ড ব্লক এবং আরএসপির তরফে একাধিক আসন দাবি করা হয়েছে। এর পাশাপাশি থাকছে কংগ্রেসের সঙ্গে সমঝোতা। আইএসএফের সঙ্গে বনিবনা চলছে। তবে সিপিআইএমের দাবি, তাদের প্রার্থী তালিকা প্রস্তুত। কংগ্রেসের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করেই তালিকা বের হবে। কংগ্রেসের তালিকার জন্য অপেক্ষা আর নয়।

প্রথম দফার বাম প্রার্থী তালিকায় ১০ থেকে ১২টি আসনে কারা লড়বেন সেই নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।