SSC Scam: ‘আমার টাকা না’-পার্থর বুকে ব্যথা কমতেই হার্টবিট বাড়ছে তৃণমূলের

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেরবার। নিয়মিত ইডির কড়া প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। প্রতিদিন দুর্নীতি খোলস ভাঙছে ইডি। বেরিয়ে আসছে…

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেরবার। নিয়মিত ইডির কড়া প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। প্রতিদিন দুর্নীতি খোলস ভাঙছে ইডি। বেরিয়ে আসছে তাঁর ঘনিষ্ঠদের নাম। তাতেই হার্টবিট বাড়ছে তৃণমূলের নেতাদের৷

রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের আরও দুটি কথায় আতঙ্কের কালো মেঘ দেখতে পাচ্ছেন তৃণমূল নেতারা৷ তাতে অনেকে মনে করছেন ইডির ডাক এল বলে৷

রবিবার আদালতের নিয়ম মেনেই ইএসআই হাসপাতালে শারিরীক পরীক্ষার জন্য আনা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দুটি কথা বলেছেন৷ প্রথমত, এই বিপুল অঙ্কের টাকা তাঁর নয়। দ্বিতীয়ত, তিনি যে ষড়যন্ত্রের শিকার সেটা সময় বলবে৷ আবার শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, দল তাঁকে সাসপেণ্ড করায় নিরপেক্ষ তদন্তের প্রভাব পড়তে পারে৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কোন ষড়যন্ত্রের শিকারের কথা বললেন পার্থ চট্টোপাধ্যায়? আর কোনও নাম কী ইডির কাছে ফাঁস করলেন এসব প্রশ্নে আতঙ্ক তৃণমূল শিবিরে।

তৃণমূলে মমতা বন্দোপাধ্যায়ের পর দ্বিতীয় ক্ষমতাশালী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নাম আগে দুর্নীতিতেই জড়ায়নি৷ নির্দোষ প্রমাণ করতে পারলে পার্থকে দলে আসার একটা রাস্তা খুলে রেখেছে তৃণমূল৷

কিন্তু দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, জেলায় জেলায় তৃণমূল নেতাদের নাম জড়াতে পারে। এমনটাই ইডি সূত্রে খবর৷ এই তৃণমূল নেতারাই এজেন্ট হিসেবে কাজ করতেন৷ যে টাকা নেতা মারফত চলে যেত শিক্ষামন্ত্রী দফতরে৷

বিপুল অঙ্কের টাকা কি শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির ? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে ইডি৷ সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত তৃণমূল নেতাদের তালিকা তৈরি করছে ইডি৷

টাকা কোথা থেকে আসত? সেই টাকা কোথায় কীভাবে যেত? এর সঙ্গে হাওয়ালা চক্রের যোগ রয়েছে কিনা? সবটা খুঁজে বের করতে চায় ইডি।

ইডির স্ক্যানারে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠরা৷ তালিকা তৈরি হলেই একে একে তৃণমূল নেতাদের ডাক পড়বে৷ এমনটাই খবর ইডি সূত্রে। তাতেই খানিকটা ঘুম উড়েছে তৃ়ণমূল শিবিরের৷