লোকসভা ভোটের মুখে জমে উঠেছে আসর। দিদি দিকে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। তৃণমূল বিজেপি সিপিএম নিজেদের প্রার্থীর সমর্থনে নানা নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছে। আজ দলীয় প্রচারে ক্যানিংয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। আর সেখানেই গিয়ে তৃণমূলকে নিশানা করে তিনি নানা মন্তব্য করেন। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছ।
ক্যানিংয়ে দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে, খুন রাহাজানি সাধারণ মানুষের অধিকার পর্যন্ত খর্ব করা হয়। ২০১৮ সাল থেকেই পঞ্চায়েত লোকসভা বিধানসভা ভোটে তৃণমূল কী বর্বরতা মানুষের ওপর নামিয়ে এনেছে। জন সংখ্যার হিসেব বদলে যাচ্ছে। এই এলাকা নদীমাতৃক এলাকা। দীপ কেন্দ্রিক এলাকা।’
এর পরেই তিনি তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে ভয়ঙ্কর মন্তব্য করেন, ‘এই এলাকায় সব জায়গায় বিএসএফের চৌকি করতে দেওয়া হয়নি। এই এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমি রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের কথা বলছি না। তারা আমাদের আপনজন। কিন্তু যে রোহিঙ্গাদের বাংলাদেশও নেয় না, তাদেরকে পর্যন্ত এই তোলামূলের নেতারা প্রবেশ করিয়ে জনসংখ্যার তারতম্য ঘটাচ্ছে।’
এবার জয়নগরের অশোক কান্ডারিকে প্রার্থী করেছে বঙ্গ বিজেপি। আজ অশোক কান্ডারি সমর্থনেই পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। তার দৃঢ় বিশ্বাস আসন্ন লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করবে। তিনি আজ ক্যানিংয়ে বিরাট পদযাত্রা করেন। লোকজনের উৎসাহ দেখে আপ্লুত অশোক কান্ডারি। ভোটবাক্সে মানুষের রায় এবার কোন দিকে যায় সেটাই এখন দেখার।