‘দিদি আপনাকে কুর্নিশ’, ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারস্ট্রোকে’ পঞ্চমুখ দেব

তিলোত্তমার বিচার চেয়ে প্রায় একমাসের বেশিদিন ধরে আন্দোলন করে চলেছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ পাঁচটি দাবি নিয়ে বিগত পাঁচদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে রোদ, ঝড়ৃবৃষ্টি উপেক্ষা করেই…

তিলোত্তমার বিচার চেয়ে প্রায় একমাসের বেশিদিন ধরে আন্দোলন করে চলেছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ পাঁচটি দাবি নিয়ে বিগত পাঁচদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে রোদ, ঝড়ৃবৃষ্টি উপেক্ষা করেই বসে রয়েছেন তাঁর৷ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা থাকলেও লাইভ স্ট্রিমিং না হওয়ার কারণে সেই আলোচনাও ভেস্তে যায়৷ এরপর আজ শনিবার অচলাবস্থা কাটাতে বৃষ্টি মাথায় করেই নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এহেন মানবিক উদ্দেশ্যকে কুর্নিশ জানিয়েছেন তারকা সাংসদ দেব৷

Advertisements

আজ সকালেই স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক। আমি জানি আমার পদটা বড় কথা নয়। কাল সারারাত ঝড়-জল হয়েছে, আপনাদের যেমন কষ্ট হয়েছে। আমারও কষ্ট হয়েছে। এই ঝড়জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমারও কষ্ট হয়েছে। রাতের পর রাত আমিও ঘুমাইনি। কিন্তু আপনারা কাজে ফিরে আসুন৷ প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখব।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, “আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য। আগেও আপনাকে দেখেছি আপনি কীভাবে মানুষের পাশে দাড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাড়ালেন। আশা করছি শান্তি, ন্যায় আর সম্মান, সব ফিরে আসুক।”