SSC Scam: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সহ ইডি নজরে আরও TMC বিধায়ক

Paresh Adhikari

এসএসসি দুর্নীতিকাণ্ডে বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি ঘিরে অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির। এদিকে পার্থের গ্রেফতারিকে ঘিরে সিঁদুরে মেঘ দেখছেন উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের। বঙ্গ রাজনীতির অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।

Advertisements

কারণ ED -র নজরে উত্তরবঙ্গের নেতারাও। শিলিগুড়ি ও জলপাইগুড়ির পর এবার আতঙ্ক বেড়েছে ময়নাগুড়িতেও। কারণ টাকার বিনিময়ে চাকরি না করিয়ে দেওয়ার অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূলের তিন নেতার।

সূত্রের খবর, তিন নেতারা টাকা তুলতেন। এই টাকা চলে আসত কলকাতায়। ময়নাগুড়ির তিন নেতাদের টাকা চলে আসত কলকাতার তিন কাউন্সিলরদের কাছে। সেখান থেকে টাকা চলে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর থেকে উধাও তিন নেতা।

Advertisements

এমনিতেই শিক্ষক পদে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী। এমনকি নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে টাকা ফেরত দিতে হয়েছে তাঁকে। অঙ্কিতার সেই চাকরি ববিতা সরকারকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি অঙ্কিতার পাওয়া বেতন ববিতাকে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর থেকে উত্তরবঙ্গের নেতাদের ওপর নজর রাখছে ইডি বলে খবর।