Mamata Banerjee: ঈদের মঞ্চে মমতার রাজনৈতিক ভাষণকে আক্রমণ বাম-বিজেপির

সকাল সকাল কলকাতার রেড রোডে ঈদের নমাজের মঞ্চে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। সেই মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ দিতে শুরু করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

Sukanta Majumder and Bikash Ranjan Bhattacharya

সকাল সকাল কলকাতার রেড রোডে ঈদের নমাজের মঞ্চে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। সেই মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ দিতে শুরু করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভাষণ শোনার পর সমালোচনার ঝড় ওঠে। সমালোচনা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁদের মতে, নেত্রীর যদি সাধারণ নৈতিকতা বোধ থাকত, তাহলে তিনি এই প্রার্থনা মঞ্চে কখনই রাজনৈতিক ভাষণ দিতেন না। 

ভাষণ শেষেই এদিন মমতাকে আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেন, ‘ঈদের মতো একটা ধর্মীয় মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে রাজনৈতিক বক্তব্য রাখছেন এতে ঈদের মঞ্চকে ছোট করা হচ্ছে। ঈদের মঞ্চ থেকে এই ধরণের কথা বলা উচিত নয়, ধর্মীয় কথাই বলা উচিত। শান্তি-সৌহার্দ্যের কথা বলা উচিত। শয়নে-স্বপনে মুখ্যমন্ত্রী যে সব সময় ইডি-সিবিআই দেখছেন, কেন্দ্রীয় এজেন্সি দেখছেন, এর মানে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, ওনার কাছের কেউ হয়তো কেন্দ্রীয় এজেন্সির হাতে পড়তে পারে। এই ভয় ভালো। চোরেরা যদি ভয় পায় সেটা ভালো জিনিস।’

পাশাপাশি মমতাকে আক্রমণ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে নষ্ট করতে চাইছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে গোটা দেশে মোদীর যেমন একটা ভূমিকা রয়েছে, মমতা পশ্চিমবঙ্গে সেটা ত্বরান্বিত করছেন। মোদীর হাত শক্ত করছেন। প্রত্যেকটা কেন্দ্রীয় সংস্থা এখানে আদালতের নির্দেশে তদন্ত করছে। সেই আদালতকেও এখানে অবমাননা করা হচ্ছে। এই ভদ্রমহিলা মারাত্মক ক্ষতি করছেন, গোটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংবিধানের।’

মমতার ইস্তফা দাবি করে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজে পুলিশমন্ত্রী। তাঁর সামান্য নৈতিক জ্ঞান থাকলে গত কালের রায়ের পর তিনি পদত্যাগ করতেন। পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে চলে যাচ্ছে। এরাজ্যের পুলিশ প্রশাসনকে উনি একেবারে মাটির তলায় নামিয়ে দিলেন। দুর্নীতি হোক বা সামান্য খুন, পুলিশ তার তদন্ত করতে পারে না। অভিযুক্তদের মধ্যে কেউ তৃণমূলের সঙ্গে জড়িয়ে থাকলে পুলিশ ভয় পায়। আর মুখ্যমন্ত্রী আগে থেকে ঠিক করে দেন কে অপরাধী আর কে অপরাধী নয়। এই ভাবে গোটা তদন্তপ্রক্রিয়াকে উনি নষ্ট করছেন। সাংবিধানিক কাঠামোকে তিনি নষ্ট করে দিচ্ছেন। এটা ভয়ের ব্যাপার।’

বৃহস্পতিবার ঈদের নমাজের মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ দিয়ে নেত্রী বলেন, আপনাদের আশীর্বাদে আমরা এখানে আছি। যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ভোটের সময় মনে রাখবেন, লড়াই আমাদের সঙ্গে বিজেপির। বাংলায় আমরা লড়ছি বিজেপির সঙ্গে। তাই একটি ভোটও যেন তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দলে না যায়। তৃণমূল আপনাদের পাশে আছে আর ভবিষ্যতেও থাকবে।