Physical Assault:প্রস্রাবের দ্বারে ক্ষত, ডায়মন্ড হারবারের আবাসিক স্কুলে অকথ্য অত্যাচারের অভিযোগ

আবাসিক স্কুলে এক পড়ুয়ার ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল। পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ওই পড়ুয়ার বয়স দশ। সে ডায়মন্ড হারবারের আবাসিক স্কুলের ছাত্র।সম্প্রতি সেই…

dimond harbour

আবাসিক স্কুলে এক পড়ুয়ার ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল। পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ওই পড়ুয়ার বয়স দশ। সে ডায়মন্ড হারবারের আবাসিক স্কুলের ছাত্র।সম্প্রতি সেই আবাসিকের ওপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করে তার দিদি। অকথ্য অত্যাচারের নমুনাস্বরূপ জানা গিয়েছে বারবার আঘাতে প্রস্রাবের দ্বারে ক্ষতস্থান তৈরি হয়েছে। আর সেই ক্ষতস্থান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে সারা শরীরে। ওই নাবালকের অবস্থা এখন সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

ওই পড়ুয়ার দিদির অভিযোগ,”ভাই সব সময় বলত আমার পেনসিল নিয়ে নিচ্ছে, টিফিন নিয়ে নিচ্ছে, আমার রবার নিয়ে নিচ্ছে, আমাকে দিয়ে কাজ করাচ্ছে, আমাকে বাঁচা বাঁচা বলত।” এখানেই শেষ নয় তিনি আরও অভিযোগ করেন, ”হোস্টেলকে বিষয়টা জানানো হলেও তাঁরা কোনও সময় পাত্তা দিতে চাইনি।” বর্তমানে পড়ুয়া এসএসকেমএ চিকিৎসাধীন। তাঁকে আইসিইউতে রাখা প্রয়োজন কিন্তু এখনও বেড পাওয়া যায়নি। তবে সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে। সংক্রমণের শিকার হওয়া ওই শিশু এখন ডিজওরিয়েনটেশনেরও শিকার বলে জানা গিয়েছে।

ওই আবাসিকের বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগ জানিয়েছে ওই পড়ুয়ার পরিবার। পড়ুয়ার দিদি আরও অভিযোগ করে, ” যারা এটা করত, তারা ওর থেকেই বড়, কোন ক্লাসে পড়ে জানি না।” শুধু তাই নয়, তিনি আক্ষেপের সুরে বলেন, ” প্রথম থেকেই যদি বলত, যে আপনার বাচ্চার অবস্থা খারাপ, আপনারা নিয়ে যান,তাহলে প্রথম থেকে ভাল চিকিৎসা পেত।” আপাতত ওই নাবালকের অবস্থা আশঙ্কাজনক।