Madan Mitra: রাজ্যপালকে নিশানা করে মদনের বাক্যবাণ ‘পুরো একটা কেলে শয়তান’

শেষ দিনের নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। চলছে বোমাবাজি, গুলি। বলি হয়েছে ১ এইএসএফ কর্মী। শুক্রবার সকালে সেই রণক্ষেত্রস্থল পরিদর্শনে এলেন রাজ্যপাল সিভি আনন্দ…

Madan Mitra

শেষ দিনের নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। চলছে বোমাবাজি, গুলি। বলি হয়েছে ১ এইএসএফ কর্মী। শুক্রবার সকালে সেই রণক্ষেত্রস্থল পরিদর্শনে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ ভোটের আবেদন সহ কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাজ্যপালের ভাঙড় পরিদর্শন করা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রাজ্যপালকে ‘কালো শয়তান’ বলে কটাক্ষ করলেন বিধায়ক। এছাড়াও রাজ্যপালের রাজভবনে ইডি সিবিআই-এর তদন্ত দাবি করলেন তিনি।

রাজ্যপালকে শকুনের সঙ্গে তুলনা করে মদন মিত্র বলেন, ” কথায় বলে শকুন থাকে আকাশে নজর থাকে ভাগাড়ে। রাজ্যপাল থাকে রাজভবনে অথচ তার নজর থাকে ভাগাড়ে। এখন ওটা ভাগাড় না হয় ভাঙড় হয়ে গেছে। আপনি যদি বাপের বেটা হন, যা পারেন করে নেবেন মদন মিত্রের বিরুদ্ধে।

অন্য দিকে তিনি আবার মণিপুর প্রসঙ্গে বলেন, “যদি মায়ের দুধ খেয়ে থাকেন তাহলে একবার মনিপুরে চলুন। আমি যাব আপনার সঙ্গে, আমার কোনও সিকিউরিটি লাগবে না আমি একা যাবো। কিন্তু আপনাকে মনিপুরে রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মৃতদেহ গুলো দেখতে হবে। মৃতদেহ শুধু ভাঙ্গরে চোখে পড়ছে আপনি বসে ইন্ধন যোগাচ্ছেন”।

রাজ্যপালকে বিতাড়িত করার দাবি নিয়ে তিনি আরও জানিয়েছেন, ” যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে এই রাজ্যপালকে হয় বিজেপির প্রেসিডেন্ট, গুন্ডা মাফিয়া আর না হলে , একদম দূর দূর করে বিতারিত করার জন্য যা করা উচিত তাই করতাম। উসকাচ্ছে লজ্জা লাগেনা? উনি কি রাজ্যপাল? ভুলে যাবেন না শয়তানের শয়তানের খেলা আপনি দেখেননি।

কেন্দ্রীয় বাহিনী সঙ্গে রাজ্যপালকে নিশানা করে তিনি বলেন, “এই রাজ্যপালের উস্কানিতে ভাগাড়ে যতগুলো লাশ যাবে কেন্দ্রীয় বাহিনীরও তাতে নৈতিক দায়িত্ব থাকবে। কারণ শুধু তো আর একে ৪৭, একে ৫২ নিয়ে ঘুরলে, কোমরে নাইন এমএম নিয়ে ঘুরলে চলবে না।বরং দায়িত্ব নিতে হবে। অভিযোগ করছি যে পশ্চিমবঙ্গে যদি আর একটা খুন হয় সেই খুনের মামলায় প্রথম রাজ্যপাল কে পার্টি করা উচিত। কে রাজ্যপাল? রাজ্যপাল নাকি হরিদাস পাল”।

রাজ্যপালকে কালো শয়তান বলে কুৎসা করে তার বাড়িতে ইডি, সিবিআই তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, “নিজেই শয়তানের খেলা খেলছেন আপনি শয়তান দেখেছেন আপনার চেহারা দেখলে শয়তান শয়তান মনে হয়। নাম হে ভগবান ওর চেহরা হে পুরা শয়তান। পুরো একটা কালো শয়তান বলা যেতে পারে, কেলে শয়তান। উনি কি তাহলে গভর্নর হাউজে মাল সাপ্লাই করছেন। আমি ইডি সিবিআইকে বলবো সবার বাড়িতে রেট করছেন আপনি রাজ্য পালের বাড়িতেও রেড করুন। প্রচুর বোমা পাওয়া যাবে ওখান থেকে। রাজভবনের পেছনে থাকা সব কোয়াটার গুলো রেট করুন বিজেপির মাল সাপ্লাই হচ্ছে”।