নজরে NDA-র মেগা র‍্যালি, প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে থাকতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। জমে উঠেছে রবিবাসরীয় প্রচার। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। তবে আজ থেকে এবার আসরে নামতে চলেছে এনডিএ (NDA)। আজ…

bjp

লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। জমে উঠেছে রবিবাসরীয় প্রচার। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। তবে আজ থেকে এবার আসরে নামতে চলেছে এনডিএ (NDA)। আজ মেগা র‍্যালি করবে এনডিএ বলে খবর। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলায় ‘প্রজাগলাম’ (জনগণের কণ্ঠস্বর) একটি মহাসমাবেশে ভাষণ দেবেন। ১০ বছর পর অন্ধ্রপ্রদেশে এনডিএ শরিকদের এটি প্রথম জনসভা হবে। টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু এবং জন সেনা প্রধান পবন কল্যাণও সমাবেশে অংশ নেবেন। এই প্রথম এই তিন নেতাকে ২০২৪ সালের নির্বাচনের জন্য একটি সমাবেশে একসঙ্গে মঞ্চে দেখা যাবে। বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী নির্বাচনী বৈঠকে অংশ নেবেন, এরপরই হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

দেশজুড়ে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৩ মে রাজ্যের ২৫টি লোকসভা আসন ও ১৭৫টি বিধানসভা আসনে নির্বাচন হবে। বিধানসভা ও লোকসভা নির্বাচনের আগে অন্ধ্রপ্রদেশে ‘প্রগলম’ নামের এই জনসভা হবে এনডিএ-র প্রথম নির্বাচনী জনসভা। জনসেনা বলেন, অন্ধ্র প্রদেশের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে প্রজাগালাম। গত ১১ মার্চ অন্ধ্রপ্রদেশের উন্ডাভাল্লিতে চন্দ্রবাবু নাইডুর বাসভবনে ম্যারাথন আলোচনার পর এনডিএ শরিকরা লোকসভা ও রাজ্য নির্বাচনের জন্য তাদের আসন সমঝোতার ফর্মুলা পেশ করে। বিজেপি ৬টি লোকসভা ও ১০টি বিধানসভা আসন, টিডিপি ১৭ ও ১৪৪টি বিধানসভা আসনে লড়বে। নাইডু বিধানসভা নির্বাচনের জন্য ১২৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন, এবং আরও ১৬ জন প্রার্থীর নাম এখনও আসেনি। জনসেনা এখনও পর্যন্ত সাতজন প্রার্থীর নাম ঘোষণা করলেও বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি।