দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদানের কিছুদিন পরেই জল্পনা ওঠে যে তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerje)। এরপর ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের সভায় দেখা যায় রচনাকে। সেদিন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেন। রচনার নাম ঘোষণা হতেই তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে র্যাম্পে হাঁটতে দেখা যায়।
হুগলিতে তাঁর বিপক্ষ প্রার্থী বিজেপির লকেট চট্টোপাধ্যায়। দুজনেই অভিনয় জগতের মানুষ। তবে রাজনীতিতে লকেট কিছুটা হলেও এগিয়ে। গতবার লোকসভায় হুগলি থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। অনেকে মনে করছেন রচনা এখনও রাজনৈতিক মঞ্চে কীভাবে মেপে কথা বলতে হয় সেটাই এখনও শেখেননি।
কিছুদিন আগেই কলকারখানায় ধোঁয়া ওঠা প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, চারদিকে এত ধোঁয়া দেখছি, কে বলেছে কারখানা হচ্ছে না। রচনার এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক হয়। তবে তিনি প্রচারে বেরিয়ে বলেন প্রতিপক্ষ লকেটের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক। শিলিগুড়িতে শুটিঙে গিয়ে একসঙ্গে দুজনে আচার খেয়েছিলেন।
সেই রচনা এবার বললেন, রাজনীতিতে তাঁর থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এগিয়ে। লকেট বলেছিলেন, রচনা এবার হারে হারে টের পাবে রাজনীতিটা কেমন। তাঁর উত্তর দিতে গিয়ে রচনা বলেন, লকেট অনেক দিন থেকে রাজনীতির আঙিনায় আছেন। তাই ওর অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে। ও ভাবছে আরও তিক্ত অভিজ্ঞতা হবে। কিছু ও না আমার কোনও তিক্ত অভিজ্ঞতা হবে না। কারণ আমি জানি, নতুন অভিজ্ঞতাকে কীভাবে সাজাতে হয়।