SSC Scam: পরিবারকে বাঁচানোর জন্য পার্থকে বলির পাঁঠা করা হয়েছে: মহম্মদ সেলিম

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির (SSC Scam) অভিযোগে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। উদ্ধার হয়েছে ২১ কোটির অধিক টাকা এবং কয়েক লক্ষ টাকার গয়না৷ সেই…

Md Salim

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির (SSC Scam) অভিযোগে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। উদ্ধার হয়েছে ২১ কোটির অধিক টাকা এবং কয়েক লক্ষ টাকার গয়না৷ সেই ঘটনায় এবার তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷

সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, সচিব শব্দটা কেন বলবো? মহাচোর বলা যায়। মদন যখন ধরা পড়েছিল তখন মমতা ব্যানার্জী নিজেই বলেছিলেন আমরা সবাই চোর। চোরেদের সরকারে এখন বিভিন্ন রকমের চোর আছে। চোর, বড়চোর, মাঝারি চোর, মহাচোর, সততার প্রতীকওয়ালা চোর সবাই আছে। নামগুলোই শুধু প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মুখ্যসচিব করে দেয়। নামে কী এসে যায়? ওগুলো ডাক নাম।

সেলিমের কথায়, আসলে নিজের পরিবারকে বাঁচানোর জন্য পার্থকে বলির পাঁঠা করা হয়েছে৷ সারদাকাণ্ডে আদবানি লোকসভায় চেয়ারম্যান ছিলেন তদন্ত হয়নি। ভাইপো এবং ভাইপোর বউয়ের বিরুদ্ধে এমন প্রমাণ রয়েছে যাতে জেলে যেতে হয়। তদন্ত করলে দেখা যাবে লন্ডন, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, দিল্লি, সর্বত্র টাকা পাচার হয়েছে৷

তিনি আরও বলেন, যেমন গরু পাচারকারীরা গাজিয়াবাদ, দুবাই, দিল্লি এবং কালীঘাটে বসে পাচারচক্র চালায়। আসলে পাহাড় প্রমাণ দুর্নীতি রয়েছে কিন্তু সেটিং করে চলে৷ ঠিক যেমন কয়লা পাচারকাণ্ডে ভাইপো এবং ভাইপো বউয়ের নাম চার্জশিটে পাওয়া গেল না৷ আসলে বিনিময় মূল্য দিতে হয়। যেভাবে নারদাকাণ্ডে সুলতান আহমেদের প্রাণ গেছে৷

তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে সেলিমের বার্তা,অদল-বদল, একে ধরে ওকে ছেড়ে দাও। এটা তৃণমূলকেও বুঝতে হবে। জোর করে যে যাই বলুক, মমতা ব্যানার্জী আসলে যা করে নিজেকে বাঁচানোর জন্য। যদিও সব অপরাধীই তাই করে। নিজের ঘনিষ্ঠ, নিজের পরিবারকে বাঁচানোর জন্য তিনি এরকম এক-আধটাকে বলির পাঁঠা করতে রাজি আছেন।